রাজধানীর একাধিক থানার তালিকাভুক্ত শীর্ষ নারী ছিনতাইকারী মুক্তা বেগম (৪০) গ্রেফতার হয়েছেন। টার্গেটের সঙ্গে ঝগড়া বাধিয়ে সুযোগ বুঝে ছিনতাই করে যাচ্ছেন মুক্তা।
রোববার সন্ধ্যায় মিরপুর মডেল থানার ১০ নং সেকশনের ওয়াসা ভবনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, প্রতিবার ছিনতাইয়ে বের হওয়ার আগে বিউটি পার্লারে গিয়ে সেজে আসেন মুক্তা। এতে তার সাজ ও বেশভূষা দেখে উচ্চবিত্ত নারী ভেবে সহজেই কেউ সন্দেহ করে না তাকে। আর এই কৌশল কাজে লাগিয়ে মুক্তা মার্কেটে গিয়ে কোনো মেয়ের সাথে ঝগড়া বাঁধিয়ে দেন। এরপর সুযোগ বুঝে মোবাইল ও টাকা হাতিয়ে পালিয়ে যান।
প্রথমে মুক্তা তার মায়ের কাছ থেকে চুরি শেখেন। মায়ের সঙ্গে টুকটাক চুরি করতেন। কিন্তু মা অসুস্থ হওয়ায় নিজেই দল গড়েন। পরে তিনি একজনকে সঙ্গে নিয়ে পুরো ঢাকা শহরেই ছিনতাই শুরু করেন।
রোববারও একই কায়দায় শাওন আফরোজ নামের এক নারীর মোবাইল ও ব্যাগ নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি। কিন্তু ওই নারীর চিৎকারে আশেপাশের লোকজন মুক্তাকে আটক করেন। পরে ৯৯৯-এ ফোন করলে মিরপুর মডেল থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার মুক্তা তালিকাভুক্ত শীর্ষ নারী ছিনতাইকারী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৭টি মামলা রয়েছে। তিনি ৭ বার গ্রেপ্তারও হন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC