কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার দীর্ঘভূমি গ্রামের মো. জাহাঙ্গীর আলম (৫২) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
মঙ্গলবার (৮ এপ্রিল) বিকালে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার পাখির মোড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রামগামী একটি বাস তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। নিহতের পরিবারে শোকের মাতম বইছে।
নিহত জাহাঙ্গীর আলম ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের দীর্ঘভূমি গ্রামের রমিজ উদ্দিনের ছেলে।
তিনি পেশায় সাটার মিস্ত্রি ছিলেন এবং তার পরিবারে স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। পরিবার সূত্রে জানা যায়, (৮ এপ্রিল) সকালে জাহাঙ্গীর আলম কর্মস্থলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন।
প্রথমে সোনারগাঁও মুগরাপাড়া এলাকায় কাজ করেন এবং পরে বিকালে গজারিয়া উপজেলার পাখির মোড় এলাকায় যান। রাস্তা পার হওয়ার সময় চট্টগ্রামগামী একটি বাস তাকে চাপা দেয়, ঘটনাস্থলেই তিনি মারা যান।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে এবং পরিবারের কাছে খবর দেন। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ রাত ২টায় বাড়িতে আনা হয় এবং বুধবার (৯ এপ্রিল) সকালে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এ ঘটনায় নিহতের ছেলে আল আমিন বাদী হয়ে অজ্ঞাত চালকের বিরুদ্ধে সড়ক পরিবহণ আইনে মামলা দায়ের করেছেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC