বাল্য বিবাহ বন্ধ ও শিশু সুরক্ষায় কক্সবাজারে উখিয়ায় বার্ষিক ইমাম সম্মোলন ২০২৪ উপজেলা পরিষদ অডিটোরিয়াম হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা সোসাইটি ফর হেলথ এক্সটেনশন এন্ড ডেভেলপমেন্ট ( শেড) এ সম্মেলনের আয়োজন করেন।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শেডের প্রজেক্ট কো- অডিনেটর মোঃ আবুল কালাম। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুল হোসেন চৌধুরী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, বাল্যবিবাহ বন্ধ, শিশু সুরক্ষা, নৈতিক চরিত্র অবক্ষয় সহ সমাজের অনাচার বন্ধে ইমামদের ভূমিকা অপরিসীম। তাই ইসলামের আলোকে ইমাম ও খতিবদেরকে মসজিদে খুদবা পাঠের আগে এবং বিভিন্ন ধর্মীয় সভায় জনগণকে সচেতন করার আহ্বান জানানো হয়।
উখিয়া সদর রাজা পালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর সাজেদুল ইসলাম রোমানের সভাপতিত্বে উক্ত ইমাম সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল মাহমুদ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এটিএম কাউসার উখিয়া থানার, সাব ইন্সপেক্টর মোহাম্মদ নোমান, উখিয়া প্রেসক্লাবের সদস্য সচিব সাংবাদিক ফারুক আহমদ, ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মাওলানা সাইফুল্লাহ প্রমুখ।
এসময় ইমাম সমিতির নেতৃবৃন্দ মসজিদের ইমাম ও খতিব উপস্থিত ছিলেন।