সোমবার (২১ আগস্ট) সকালে নিজ বাসভবনে মৃত্যু হয় অভিনেতার বাবা পণ্ডিত বেনারস তিওয়ারির। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৯ বছর। যদিও এখনও পর্যন্ত মৃত্যুর কারণ জানা যায়নি।
পরিবার থেকে জানানো হয় যে, গভীর বেদনার সঙ্গে জানাচ্ছি যে- পঙ্কজ ত্রিপাঠীর বাবা পণ্ডিত বেনারস তিওয়ারির মৃত্যু হয়েছে। আজই গোপালগঞ্জ গ্রামে তার শেষকৃত্য সম্পন্ন হবে।
তার বাবা ইচ্ছা ছিলো,ছেলে বড় হয়ে ডাক্তার হবে।সকলে চিকিৎসা করবে কিন্তু ছেলের ইচ্ছা ছিলো অভিনেতা। এমনকি অভিনয় জন্য বাড়ি ও ছেড়ে দিয়েছে।সেখানেই পড়াশোনা শেষ করে পাড়ি দেন মুম্বাইয়ে। দীর্ঘ সময় সংগ্রামের পর সুযোগ আসে অনুরাগ কাশ্যপের ‘গ্যাংস অব ওয়েসিপুর’ সিনেমাতে অভিনয়ের। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে।
ভারতীয় গণমাধ্যমে এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, আমার কোনো কাজই বাবা দেখেননি। কারণ, আমার গ্রামের বাড়িতে টিভি নেই। বাবা পছন্দ করেন না। আমি কী করি, সেই সম্পর্কে বিশেষ ধারণা নেই তার। মাঝেমধ্যে জিজ্ঞেস করেন, ঠিক আছি কি না, ব্যস। যদিও আমি বেশ কয়েকবার টিভি কিনে দেওয়ার কথা বলেছি। তবে প্রতিবারই বাবা বলেছেন, কোনো প্রয়োজন নেই।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC