পাকিস্তানের তারকা পেসার হারিস রউফের ঘর আলো করে এলো পুত্র সন্তান। সোমবার (১১ মার্চ) হারিসের স্ত্রী মুজনা মাসুদ মালিক পুত্র সন্তানের জন্ম দেন। নবজাতকের নাম রাখা হয়েছে মোহাম্মদ মুস্তাফা হারিস।
বাবা হওয়ার সুখবরটি হারিস নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন। ছেলের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
হারিসের বাবা হওয়ার খবরে পাকিস্তান ক্রিকেট অঙ্গনে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। সতীর্থ ক্রিকেটাররা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে অভিনন্দন জানিয়েছেন।
অলরাউন্ডার শাদাব খান এক পোস্টে লিখেছেন, "হারিস রউফ এবং তার পরিবারকে প্রথম সন্তানের আগমনের জন্য শুভেচ্ছা। ছোট্ট শিশুর সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করছি।"
পেসার শাহিন আফ্রিদি লিখেছেন, "তোমার ও তোমার পরিবারের জন্য অফুরন্ত আনন্দ ও সুখ কামনা করছি।"
তবে বাবা হওয়ার আনন্দ উপভোগের বেশি সময় পাচ্ছেন না হারিস। পাকিস্তান দলের সঙ্গে নিউজিল্যান্ড সফরে যাওয়ার প্রস্তুতি নিতে হবে তাকে। আগামী ১৬ মার্চ থেকে শুরু হচ্ছে দুই দলের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজে হারিস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, ২০২২ সালের ডিসেম্বরে ইসলামাবাদে হারিস রউফ ও মুজনা মাসুদ মালিকের বিয়ে হয়। তারা এক সময় সহপাঠী ছিলেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC