বৃহস্পতিবার ২৩ অক্টোবর, ২০২৫

বাবা হলেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ

রাইজিং ডেস্ক

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ/ফেসবুক পেজ থেকে সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর পরিবারে এসেছে আনন্দের নতুন বার্তা। তিনি পুত্র সন্তানের গর্বিত বাবা হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে হাসনাত আব্দুল্লাহ এবং তাঁর স্ত্রীর কোল আলো করে জন্ম নেয় এই নবজাতক।

হাসনাতের এক ঘনিষ্ঠজন গণমাধ্যমকে এই সুখবরটি নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, বর্তমানে মা এবং নবজাতক উভয়েই সম্পূর্ণ সুস্থ আছেন। এই খবর জানার পর থেকেই পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের জোয়ার বইছে।

নবজাতক ও তার মায়ের জন্য পরিবারের পক্ষ থেকে সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করা হয়েছে।

এদিকে একই দিন বৃহস্পতিবার সন্ধায় বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি লিখেন, ‘আমাদের হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের পুত্র সন্তান হইসে। জাতির ভাতিজার সুস্থতা কামনা করছি।’

অন্যদিকে আরেক পোস্টে এনসিপির আরেক মুখ্য সংগঠক সারজিস আলমও এক পোস্টে বিষয়টি জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘আমাদের সহযোদ্ধা হাসনাত আব্দুল্লাহ পুত্র সন্তানের বাবা হয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তার পরিবারের সবাইকে অপ্রত্যাশিত সমস্ত কিছু থেকে হেফাজত করুন। সন্তানকে নেক হায়াত দান করুন। দুনিয়া ও আখিরাতের জন্য কবুল করুন।’

আরও পড়ুন