রাস্তার যত দূর দৃষ্টি যাবে দেখা যাবে মানুষ আর গাড়ি বহর। গাড়ি বহরের সামনের গাড়িটিতে দাঁড়ানো বলিউড অভিনেত্রী নেহা শর্মা ও তার বাবা অজিত শর্মা। উপস্থিত লোকজনের উদ্দেশে দু’জনেই হাত নাড়ছেন। নেহা শর্মা নিজের ইনস্টাগ্রামে বেশ কিছু ভিডিও স্থিরচিত্র শেয়ার করেছেন। তাতে এমন দৃশ্য দেখা যায়।
ইন্ডিয়া টুডের তথ্য অনুসারে, ভারতে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। এবারের নির্বাচনে সংসদ সদস্য পদে নির্বাচন করছেন নেশা শর্মার বাবা অজিত শর্মা। বিহারের ভাগলপুর আসন থেকে কংগ্রেসের টিকিট পেয়েছেন তিনি। বাবার ভোটের প্রচারে অংশ নেন নেহা শর্মা।
বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের দেশ ভারত। গত ১৯ এপ্রিল দেশটির ১৮তম লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। দেশটিতে মোট সাত দফায় ভোটগ্রহণ হবে। গতকাল দ্বিতীয় দফায় ভোটগ্রহণ শুরু হয়েছে। দ্বিতীয় দফায় বিহারেও ভোটগ্রহণ চলছে।
নেহা শর্মা মডেলিংয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন। ২০০৭ সালে তেলেগু ভাষার ‘চিরুথা’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক ঘটে। ২০১০ সালে ‘ক্রুক’ সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন। বড় পর্দায় ধর্মেন্দ্র, অনিল কপুর, ববি দেওল, সানি দেওল, অজয় দেবগন, সইফ আলি খান, ইমরান হাশমির মতো অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন।
বাদ পড়েননি দক্ষিণী ফিল্মজগতের জনপ্রিয় তারকা রামচরণও। পোশাক নিয়ে বেশির ভাগ সময় তাকে ঘিরে দানা বেঁধেছে বিতর্ক। অভিনয়জগতের রোশনাই ছেড়ে কি রাজনীতির দিকে ঝুঁকে পড়লেন নেহা শর্মা?
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC