
৫১ লাখ টাকার কাজ দিয়ে বাবার ঠিকাদারি প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) পেয়েছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) কুমিল্লার বরুড়া উপজেলার প্রকৌশলী সৈয়দ মেহেদী হাসান।
জানা গেছে, গত ১০ সেপ্টেম্বর তাকে শোকজ নোটিশ দেওয়া হয়েছিল। স্থানীয় সরকার বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। রবিবার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন প্রকৌশলী সৈয়দ মেহেদী হাসান নিজেই।
এদিকে গতকাল রবিবার (২৯ সেপ্টেম্বর) বিষয়টি জানাজানি হয়।
এতে বলা হয়েছে, চাঁদপুরের শাহরাস্তি উপজেলার প্রকৌশলী থাকাকালীন বাবার নামে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ইঞ্জিনিয়ারিং সলিউশনকে শাহরাস্তি উপজেলা পরিষদের ২০২২-২৩ ও ২০২৩-২৪ অর্থবছরে মোট ৫১ লাখ ৭৩ হাজার ৩৭৩ টাকার কার্যাদেশ দেন মেহেদী হাসান। যা সরকারি কর্মচারী বিধিমালা লঙ্ঘনের সামিল। এজন্য আপনাকে কেন চাকরি থেকে বরখাস্ত করা হবে না অথবা অন্য কোনও উপযুক্ত দণ্ড দেওয়া হবে না, তা ১০ কর্মদিবসের মধ্যে লিখিতভাবে জানতে চেয়েছে স্থানীয় সরকার বিভাগ।
এ বিষয়ে বরুড়া উপজেলা প্রকৌশলী সৈয়দ মেহেদী হাসান গণমাধ্যমকে বলেন, তদন্তাধীন বিষয় নিয়ে আমি কোন মন্তব্য করব না।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নু এমং মারমা মং বলেন, ‘আমি বিষয়টি আপনার কাছ থেকে শুনলাম মাত্র। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হবে।’
এ বিষয়ে এলজিইডির কুমিল্লা জেলা নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সায়েদুজ্জামান সাদেক বলেন, ‘যে যেমন কর্ম করবে তেমন ফল পাবে। আমরা তার শোকজের বিষয়ে জানি না। আমাদের জানাননি তিনি। হয়তো তার বরাবর গেছে। একজন সরকারি কর্মকর্তা কীভাবে বাবাকে কাজ দেন, বুঝি না। এটি অনিয়ম।’