বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়িতে ধারাবাহিক অভিযানে ২০টি বার্মিজ গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (৬ এপ্রিল) সকালে ১১ ব্যাটলিয়ান বিজিবি'র নিয়মিত টহল দল মিয়ানমার সীমান্তের জারুলিয়াছড়ি বিওপির জোয়ানরা এসব গরু জব্দ করেন।
বিজিবি জানায়, নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েসের নির্দেশে জারুলিয়াছড়ি বিওপির জোয়ানরা সীমান্তের সড়ক সংলগ্ন হাতিরডিভা নামক স্থান থেকে এসব বার্মিজ গরু জব্দ করে।
১১ বিজিবি'র অধিনায়ক লে. কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস বলেন, অভিযান টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কোনো ব্যক্তিকে সনাক্ত করা সম্ভব হয়নি। তবে তিনি এ অভিযান চলমান থাকবে বলে জানান।
উল্লেখ্য, জব্দকৃত বার্মিজ গরু সিজার ফরম তৈরি করা হয়েছে। বিধি মোতাবেক কাস্টমসের মাধ্যমে নিলাম দেওয়া হবে আজ কালের মধ্যে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC