
বান্দরবানের থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নের অন্তর্গত সীমান্তবর্তী দুর্গম মদক এলাকায় বসবাসরত প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২২ এপ্রিল) আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)-এর ব্যবস্থাপনায় মদক বিওপির দায়িত্বপূর্ণ এলাকা মদক বাজারে এই মেডিকেল ক্যাম্পেইন পরিচালিত হয়। ক্যাম্পেইনের নেতৃত্ব দেন অত্র ব্যাটালিয়নের মেডিকেল অফিসার মেজর মোহাম্মদ খোরশেদুল আলম মাসুম।
মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা বঞ্চিত পাহাড়ি নারী, পুরুষ ও শিশুসহ ৫০ জনের অধিক ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষকে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মদক বিওপি কমান্ডার ক্যাপ্টেন জেড এস নাহিয়ান, বিজিবির বিভিন্ন পদবির সদস্যবৃন্দ এবং স্থানীয় পাড়া কারবারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিজিবি শুধুমাত্র সীমান্ত নিরাপত্তা বা চোরাচালান রোধেই নয়, পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে নানাবিধ মানবিক ও জনকল্যাণমূলক কাজ করে চলেছে।
আলীকদম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী বলেন, “দুর্গম পাহাড়ি এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর একমাত্র ভরসা হিসেবে বিজিবি কাজ করছে। এই ধরণের কর্মসূচি পাহাড়ি ও বাঙালি জনগণের মধ্যে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের সম্পর্ক আরও দৃঢ় করবে।”