বৃহস্পতিবার ৮ জানুয়ারি, ২০২৬

বাণিজ্য মেলায় যেতে ৩ জানুয়ারি থেকে চালু হচ্ছে বিআরটিসির শাটল সার্ভিস

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - Dhaka International Trade Fair
বাণিজ্য মেলায় যেতে ৩ জানুয়ারি থেকে চালু হচ্ছে বিআরটিসির শাটল সার্ভিস

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার নতুন নির্ধারিত সময়সূচি অনুযায়ী, বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) আগামী শনিবার থেকে শাটল বাস সার্ভিস চালু করতে যাচ্ছে। মেলা শুরুর দিন থেকে সমাপনী দিন পর্যন্ত ঢাকা ও ঢাকার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে এসব শাটল বাস চলাচল করবে।

বাণিজ্য মেলায় যাতায়াতকারী দর্শনার্থীদের যাত্রা সহজ করতে এবার অনলাইন ও অফলাইন—উভয় পদ্ধতিতে টিকিট সংগ্রহের ব্যবস্থা রাখা হয়েছে। নির্ধারিত কাউন্টার থেকে সরাসরি টিকিট কেনার পাশাপাশি বিআরটিসির ওয়েবসাইট www.brtc.gov.bd-এর
মাধ্যমে অনলাইনে টিকিট সংগ্রহ করা যাবে।

বিআরটিসি সূত্র জানায়, কুড়িল, ফার্মগেট (খেজুরবাগান/খামারবাড়ি), চাষাড়া (নারায়ণগঞ্জ), নরসিংদী এবং গাজীপুর (শিববাড়ি–ভোগড়া বাইপাস–মিরের বাজার এক্সপ্রেসওয়ে হয়ে) থেকে প্রতিদিন সকাল ৮টা থেকে শাটল বাস চলাচল শুরু হবে। মেলা প্রাঙ্গণ থেকে সর্বশেষ বাস ছাড়বে রাত ১১টায়।

ভাড়া নির্ধারণ করা হয়েছে রুটভেদে ভিন্ন ভিন্ন হারে। কুড়িল থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত ভাড়া ৪০ টাকা। ফার্মগেট (খেজুরবাগান/খামারবাড়ি) থেকে ৭০ টাকা, সাইনবোর্ড থেকে ১০০ টাকা, চাষাড়া (নারায়ণগঞ্জ) থেকে ১২০ টাকা, নরসিংদী থেকে ১০০ টাকা এবং গাজীপুর থেকে (শিববাড়ি–ভোগড়া বাইপাস–মিরের বাজার এক্সপ্রেসওয়ে হয়ে) মেলা প্রাঙ্গণ পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে ৭৫ টাকা।

উল্লেখ্য, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক এবং এক দিনের সাধারণ ছুটি ঘোষণার কারণে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠান পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মেলার উদ্বোধন অনুষ্ঠিত হবে আগামী ৩ জানুয়ারি।

আরও পড়ুন