ব্যাংক থেকে জমাকৃত টাকা তুলে নিজের কাছে রাখার প্রবণতা বৃদ্ধিতে বাড়তি চাপে পড়েছিল ব্যাংকগুলো। তবে ঘরে রাখা টাকা আবারও ব্যাংকে জমা রাখতে শুরু করেছে গ্রাহকরা। এতে চাপ কমতে শুরু হয়েছে ব্যাংকগুলোতে।
গত দুই মাসে (সেপ্টেম্বর-অক্টোবর) ১৪ হাজার কোটি টাকার বেশি ব্যাংকে ফিরেছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য পাওয়া গেছে।
তথ্য বলছে, ব্যাংকে জমাকৃত টাকা তুলে নিজের কাছে রাখার প্রবণতা হঠাৎ বাড়তে শুরু করে গত বছরের নভেম্বর থেকে। এ প্রবণতায় ব্যাংকগুলোর ওপর বাড়তি চাপ তৈরি হয়।
খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন, অন্তর্বর্তী সরকারের নানা উদ্যোগে স্থিতিশীলতা ফেরায় ব্যাংক খাতের প্রতি মানুষের আস্থা বাড়ছে। তাই ঘরে থাকা টাকা ব্যাংকে ফিরছে।