এপ্রিল ৮, ২০২৫

মঙ্গলবার ৮ এপ্রিল, ২০২৫

“বাটা ইসরায়েলি কোম্পানি নয়, চেক প্রজাতন্ত্রে প্রতিষ্ঠিত”—জানালো কর্তৃপক্ষ

ছবি: সংগৃহীত

জনপ্রিয় জুতা প্রস্তুতকারক প্রতিষ্ঠান বাটা তাদের মালিকানা এবং ইসরায়েল-প্যালেস্টাইন সংঘাতের সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক সংযোগ নেই বলে স্পষ্ট জানিয়েছে।

সোমবার (৭ এপ্রিল) রাতে প্রতিষ্ঠানটির ভেরিফাইড ফেসবুক পেজে এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে এই তথ্য প্রকাশ করা হয়।

বিবৃতিতে বাটা জানায়, বিশ্বব্যাপী বাটা একটি বেসরকারি পারিবারিক মালিকানাধীন প্রতিষ্ঠান। এর প্রতিষ্ঠাতা চেকোস্লোভাকিয়ার (বর্তমান চেক প্রজাতন্ত্র) লোক। চলমান ইসরায়েল-প্যালেস্টাইন সংঘাতের সঙ্গে তাদের কোনো প্রকার রাজনৈতিক সম্পর্ক নেই।

প্রতিষ্ঠানটি আরও উল্লেখ করে, সম্প্রতি বাংলাদেশে তাদের কিছু খুচরা বিক্রয়কেন্দ্রে যে ভাঙচুরের ঘটনা ঘটেছে, তা সম্ভবত এই ভুল তথ্যের ওপর ভিত্তি করেই হয়েছে। এই ধরনের সহিংস ঘটনাকে তারা অত্যন্ত দুঃখজনক বলে অভিহিত করেছে।

বিবৃতিতে বলা হয়, বাটা ১৯৬২ সাল থেকে বাংলাদেশে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছে। তারা সর্বদা গুণগত মান বজায় রাখা এবং দেশের সকল সম্প্রদায়ের প্রতি সম্মান প্রদর্শনে বদ্ধপরিকর।