২০২৩-২৪ অর্থবছরের বাজেটকে ‘গরিববান্ধব’ উল্লেখ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, বিশেষ কোনো চাপ নেই, অর্থনৈতিক উন্নয়ন গতিশীল রাখতে এবারের বাজেটে থাকছে ধারাবাহিকতা।
আজ বৃহস্পতিবার সকালে বাজেট পেশের আগে গুলশানের নিজ বাসভবনে তিনি এসব কথা বলেন।
তিনি জানান, এ বাজেট দিয়ে এবারও সফল হবে সরকার। এদেশের মানুষকে ঠকাবে না সরকার। কাউকে গরীব করে কিছু অর্জন করতে চায় না। এসময় তিনি বলেন, সরকারের দেয়া এ যাবৎকালের সব বাজেট নির্বাচনকে ঘিরে তাই এ নিয়ে বিশেষ কিছু নেই এবার।
অর্থমন্ত্রী জানান, নিজে দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় এ বাজেটেও বরাবরের মতো দরিদ্র জনগণের কথা ভাবা হয়েছে। প্রস্তাবিত বাজেটটি দেওয়ার মধ্যমে সরকার ও জনগণ উভয়পক্ষ জিতবে বলেও মনে করেন তিনি।
এসময় তিনি আরও বলেন, ‘সরকারের দেয়া এ যাবৎকালের সব বাজেট নির্বাচনকে ঘিরে তাই এ নিয়ে বিশেষ কিছু নেই এবার।’
বিকেলে জাতীয় সংসদে সাত লাখ ৬১ হাজার কোটি টাকার বাজেট পেশ করবেন আ হ ম মুস্তফা কামাল। নতুন অর্থবছরে ৭ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধির হার অর্জনের লক্ষ্য স্থির করেছে সরকার। সেখানে মূল্যস্ফীতির হার ৬ দশমিক ৫ শতাংশ। আগামী অর্থবছরে মোট বিনিয়োগের লক্ষ্যমাত্রা জিডিপির ৩৩ শতাংশ ছাড়িয়ে যাবে, এমন আশা করছেন অর্থমন্ত্রী।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC