রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল ও বাজার ব্যবস্থাপনা সুষ্ঠু রাখতে কুমিল্লা বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করছে জেলা প্রশাসন, সেনাবাহিনী, ভোক্তা অধিকার ও বিএসটিআইসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর।
গতকাল সোমবার (৩ মার্চ) সকালে কুমিল্লা জেলা প্রশাসক আমিরুল কায়ছারের নেতৃত্বে কুমিল্লা নগরীর রাজগঞ্জ বাজারে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
জেলা প্রশাসক কাঁচাবাজার পরিদর্শনকালে লেবু, শসা, কাঁচা মরিচ, আলু, পেঁয়াজ, মুরগি, গরু, খাসি প্রভৃতি পণ্যের দাম যাচাই করেন। কাঁচাবাজার এর দোকানগুলোতে বিক্রেতা পণ্য ক্রয়ের রশিদ দেখাতে ব্যর্থ হয়। জেলা প্রশাসক এ প্রসঙ্গে সকল বিক্রেতাকে পণ্য ক্রয়ের রশিদ সংরক্ষণের জন্য নির্দেশ দেন এবং পরবর্তীতে রশিদ দেখাতে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে সতর্ক করেন।
এছাড়াও রাজগঞ্জ বাজারে জনসাধারণের হাঁটাচলার পথে অবৈধভাবে অস্থায়ী দোকান বসিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের এসব অবৈধ দোকান অবিলম্বে অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশনা দিয়েছেন।
কাঁচাবাজার পরিদর্শন শেষে সাংবাদিকবৃন্দের জেলা প্রশাসক সাংবাদিকদের জানান, 'এ ধরণের অভিযান সমগ্র জেলা জুড়ে অব্যাহত রয়েছে। এছাড়া তিনি ব্যবসায়ী থেকে শুরু করে সমাজের সর্বস্তরের সকলকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার এবং একই সাথে সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে ধর্মীয় অনুশাসন মেনে পবিত্র রমজানের মাহাত্ম ধারণ করে অধিক মুনাফা ও মজুতদারি পরিহার করে চলার আহ্বান জানান।'
এরআগে কুমিল্লা নগরীর ঠাকুরপাড়ার কালীতলা কালীমন্দির রোডে খাদ্য অধিদপ্তরে নিয়োগকৃত ওএমএস এর দোকান উদ্বোধন করেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়সার।
সেখানে অবস্থানকালে তিনি সংশ্লিষ্ট ডিলারকে সমাজের নিম্নবিত্তরা যেন সরকার কর্তৃক পরিচালিত ওএমএস কার্যক্রমের প্রকৃত সুবিধাভোগী হন এবং একই পরিবার থেকে একাধিক সদস্য যেন পণ্য ক্রয় না করে তা নিশ্চিতকরণের নির্দেশনা প্রদান করেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC