নিত্যপ্রয়োজনীয় মাছ ও মাংসের আকাশছোঁয়া দামের মাঝে বর্ষার মৌসুমি শাকসবজির সরবরাহ বৃদ্ধি পাওয়ায় এবং নতুন সবজি বাজারে ওঠায় কিছুটা কমেছে সবজির দাম।
আজ শুক্রবার (২৩ মে) কুমিল্লার রাজগঞ্জ বাজার, বাদশা মিয়া বাজার ও চক বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
খুচরা বিক্রেতারা জানিয়েছেন, গত সপ্তাহের তুলনায় প্রতি কেজি সবজিতে ১৫ থেকে ২৫ টাকা পর্যন্ত দাম কমেছে। বর্তমানে শসা মিলছে ৩০-৩৫ টাকায়, করলা ৩০-৪০ টাকায়, ঝিঙে ৩৫-৪০ টাকায় এবং পুঁইশাকের আঁটি ১০-১৫ টাকায় বিক্রি হচ্ছে।
বাদশা মিয়া বাজাররে এক সবজি বিক্রেতা জানান, "বৃষ্টির কারণে মাঠ থেকে নতুন সবজি উঠছে। এতে বাজারে সরবরাহ বেড়েছে, তাই দামও কমেছে। তবে বর্ষা পুরোপুরি শুরু হলে আবার কিছুদিনের জন্য দাম বাড়ার সম্ভাবনা আছে।"
এই বিষয়ে বাজার সংশ্লিষ্টরা বলছেন, বর্ষার শুরুতে সবজি চাষে গতি আসে, সরবরাহ বাড়ে, ফলে দাম কমে। তবে টানা বৃষ্টি বা আকস্মিক বন্যা দেখা দিলে বিপরীত চিত্রও দেখা যেতে পারে। তাই তারা শাকসবজির সরবরাহ চেইন এবং কৃষকদের সহায়তার প্রতি নজর বাড়ানোর পরামর্শ দিয়েছেন।
সবজির বাজারে স্বস্তি ফিরলেও, মাছ ও মাংসের দাম এখনও বেশ চড়া। বিশেষ করে দেশি মাছ এবং খাসির মাংসের দাম অনেকের ক্রয়ক্ষমতার বাইরে।
মাছের বর্তমান বাজারদর (প্রতি কেজি):
মাংসের বাজারদর:
বাদশা মিয়া বাজারে আসা ক্রেতা রহিমা বেগম বলেন, "বাচ্চারা মাছ-মাংস খেতে চায়, কিন্তু যে দাম! আমাদের মতো গরিব মানুষের জন্য এখন সবজিই ভরসা। তাও যা কমেছে, তাতে একটু হলেও শান্তি।"
অন্যদিকে, এক মাংস বিক্রেতা বলেন, "দাম বাড়লে আমাদের কিছু করার থাকে না। পাইকারি বাজারেই দাম বেশি থাকে, তাই খুচরা বাজারেও দাম চড়া। ক্রেতারা কম কিনছেন, আমাদেরও বিক্রি কমেছে।"
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC