ডিসেম্বর ১২, ২০২৪

বৃহস্পতিবার ১২ ডিসেম্বর, ২০২৪

বাছাইপর্বে ব্রাজিল ২-০ গোলে হারিয়েছে কলম্বিয়াকে

Paris Olympics
ছবি: সংগৃহীত

প্যারিস অলিম্পিকের বাছাইপর্বে ‘এ’ গ্রুপের ম্যাচে আজ শনিবার বাংলাদেশ সময় ভোর ৬টায় ভেনেজুয়েলার কারাকাসে ব্রিগিদো ইরিয়ারতে জাতীয় স্টেডিয়ামে ব্রাজিল অনূর্ধ্ব-২৩ দল ২-০ গোলে হারিয়ে দিয়েছে কলম্বিয়া অনূর্ধ্ব-২৩ দলকে।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে ব্রাজিল। ৩০ মিনিটে এন্দ্রিকের গোলে প্রথম লিড নেয় তারা। এরপর কলম্বিয়ার কাউন্টার অ্যাটাকগুলো ঠেকিয়ে দেয় ব্রাজিল। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিল।

দ্বিতীয়ার্ধেও ব্রাজিল আধিপত্য বিস্তার করে রাখে। ৬০ মিনিটে ব্রাউনের গোলে দ্বিতীয় গোলটি করে ব্রাজিল। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।

এই জয়ে দুই ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে উঠে গেছে ব্রাজিল। গ্রুপ এ-তে বাকি চার দলের মধ্যে দুইয়ে ইকুয়েডর, তিনে ভেনেজুয়েলা, এরপর কলম্বিয়া ও বলিভিয়া।