নারায়ণগঞ্জের আড়াইহাজারে মোটরসাইকেল কেনার টাকা না পেয়ে নিজের বাবাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক ছেলের বিরুদ্ধে।
শুক্রবার (৪ জুলাই) সকালে উপজেলার বিশনন্দী ইউনিয়নের বিশনন্দী পূর্বপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. মাহবুব (৪২)। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে মো. ইয়াসিন (২২) পলাতক রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মাহবুব পেশায় কৃষক ছিলেন এবং তার ছেলে ইয়াসিন মাদকাসক্ত ছিল। আজ সকালে ইয়াসিন তার বাবার কাছে মোটরসাইকেল কেনার জন্য টাকা দাবি করে। মাহবুব টাকা দিতে অস্বীকৃতি জানালে বাবা ও ছেলের মধ্যে তীব্র কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে ইয়াসিন ক্ষিপ্ত হয়ে একটি হাতুড়ি দিয়ে তার বাবাকে এলোপাতাড়ি মারধর করে। গুরুতর আহত অবস্থায় মাহবুবকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আড়াইহাজার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে যে, ছেলেকে মোটরসাইকেল কেনার টাকা না দেওয়াতেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। অভিযুক্ত ছেলে ইয়াসিন ঘটনার পর থেকেই পলাতক রয়েছে এবং তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC