বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট)-এর আইন বিভাগ কর্তৃক সম্পাদিত প্রকাশনা “বাইউস্ট ল’ ম্যাগাজিন” এর প্রথম সংখ্যা আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচন করা হয়েছে।
এই উপলক্ষে রবিবার (৫ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাইউস্টের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নূর হোসেন, বিএসপি, পিএসসি।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার লে. কর্নেল খন্দকার মাহমুদ হোসেন, এসপিপি, পিএসসি (অব.), সায়েন্স এন্ড হিউম্যানিটিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. কমিজ উদ্দিন আহমেদ আলম, আইন বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. নায়ীম আলিমুল হায়দারসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
মাননীয় উপাচার্য তার বক্তব্যে “বাইউস্ট ল’ ম্যাগাজিন” প্রকাশনার সাথে সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানান এবং ভবিষ্যতে আরও ভালো কাজের জন্য উৎসাহ প্রদান করেন। এছাড়াও ম্যাগাজিন প্রকাশনা সংশ্লিষ্ট বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। সম্মানিত রেজিস্ট্রার তার বক্তব্যে ভবিষ্যতে আরও বৃহৎ আকারে প্রকাশনার আকাঙ্ক্ষা প্রকাশ করেন এবং আইন বিভাগের সকল শিক্ষক-শিক্ষিকার প্রতি আন্তরিক শুভকামনা জানান।
বাইউস্ট ল’ ম্যাগাজিন আইন বিভাগের প্রথম একাডেমিক প্রকাশনা, যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, আইনজীবী ও লেখকদের বুদ্ধিবৃত্তিক ভাবনা ও লেখনীতে সমৃদ্ধ। এতে মানবাধিকার, সমানাধিকার, ইন্টেলেকচ্যুয়াল রাইটস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সংবিধান, সাইবার ক্রাইম এবং কিশোর অপরাধ সহ বিভিন্ন সমসাময়িক বিষয় উঠে এসেছে। বিভাগের পক্ষ থেকে ভবিষ্যতে আরও সৃজনশীল প্রকাশনার বিষয়ে প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে। এছাড়া বর্তমান সংখ্যার প্রকাশনার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।