জানুয়ারি ১২, ২০২৫

রবিবার ১২ জানুয়ারি, ২০২৫

বাইউস্ট ল’ ক্লাবের উদ্যোগে উৎসবমুখর পিঠা উৎসব অনুষ্ঠিত

Rising Cumilla - A festive pitha festival was held under the initiative of Baiust Law Club
ছবি: প্রতিনিধি

শীতের হিমেল আবেশে রবিবার (১২ জানুয়ারি) বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউভার্সিটি অব সাইন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট) ল’ ক্লাবের উদ্যোগে আইন বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে অনুষ্ঠিত হলো পিঠা উৎসব।

সকাল ১১:৩০ থেকে দুপুর ১:০০টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৪০৯ নম্বর কক্ষে আয়োজিত এ উৎসবে উপস্থিত ছিলেন আইন বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধানসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা। এতে আরও অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে আইন বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. নাইম আলিমুল হায়দার, বলেন, “শীতের পিঠার এই আয়োজন আমাদের ঐতিহ্যের প্রতি ভালোবাসা এবং শিক্ষার্থীদের সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করেছে। এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মের মধ্যে গ্রামীণ সংস্কৃতির গুরুত্ব তুলে ধরতে ভূমিকা রাখে।”

পিঠা ও মিলনমেলার আয়োজন:

উৎসবে ৬টি স্টলে বিভিন্ন রকমের পিঠার সমাহার ছিল। নকশি পিঠা, চন্দ্রপুলি, ভাপা পিঠা, পাকোড়া, পেস্ট্রি, বিরিয়ানি, ডালের পিঠা, শীতলপাটি পিঠাসহ বাহারি পিঠার ঘ্রাণ আর স্বাদ শিক্ষার্থীদের মন কেড়ে নেয়। শিক্ষার্থীদের ভিড়ে স্টলগুলো ছিল জমজমাট।

সুন্দর সজ্জা ও সফল সমাপ্তি:

পিঠা উৎসবের সফল আয়োজনে ল’ ক্লাবের সদস্যরা কঠোর পরিশ্রম করে পুরো কক্ষটি সজ্জিত করেন। ক্লাবের পরিশ্রমী সদস্যদের প্রচেষ্টার প্রশংসা করেন উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীরা।
বাইউস্ট ল’ ক্লাবের এই উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে সম্প্রীতি ও ঐতিহ্যবোধ সৃষ্টির পাশাপাশি একটি উৎসবমুখর পরিবেশ উপহার দিয়েছে। এমন আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা একদিকে যেমন নিজেদের সংস্কৃতিকে লালন করছে, তেমনি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশকেও আরও উজ্জীবিত করছে।পরবর্তী বছরগুলোতেও এ ধরনের আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করে সফলভাবে সমাপ্ত হয় এ বছরের পিঠা উৎসব।