নভেম্বর ২৪, ২০২৪

রবিবার ২৪ নভেম্বর, ২০২৪

বাইউস্ট আই ইইই স্টুডেন্ট ব্রাঞ্চের সেমিনার অনুষ্ঠিত

BAIUST IEE Student Branch Seminar held
ছবি: রাইজিং কুমিল্লা

IEEE BAIUST Student Branch গত ২০ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখ “Lightening Protection System Design for Structures” – শীর্ষক সেমিনারের আয়োজন করে।

সেমিনারের প্রধান বক্তা ছিলেন IEEE বাংলাদেশ সেকশনের সম্মানিত Ex-Vice Chair IEEE (Activity) প্রফেসর ডঃ রাজু আহমেদ, Dept. of EEE, DUET। উক্ত সেমিনারে BAIUST এর ট্রেজারার প্রফেসর কর্নেল (অবঃ) মোশারফ হোসেন, ইইই বিভাগের প্রধান মোঃ কামরুজ্জামান, মোঃ আশরাফুল ইসলাম (সহকারী অধ্যাপক, ইইই বিভাগ) – সহ অন্যান্য ফ্যাকাল্টি মেম্বারগণ উপস্থিত ছিলেন।

সেমিনারের সভাপতিত্ব করেন IEEE BAIUST SB এর সম্মানীয় Counselor মোঃ নিয়াজ মোরশেদুল হক, সহকারী অধ্যাপক (ইইই বিভাগ)।

সেমিনারের উপস্থাপনা করেন বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের শিক্ষার্থী তাহিয়া মাহমুদ (L-4/T-2) এবং সম্মানীয় অতিথিদের অনুমতিক্রমে স্বাগত বক্তব্যের মাধ্যমে সেমিনারের উদ্বোধন করেন লামিসা তাহসিন (Chair, IEEE-BAIUST-SB)। ট্রেজারার এবং ইইই বিভাগ প্রধান তাদের বক্তব্যে সেমিনারের মূল বিষয়ের দিকে আলোকপাত করে এ ধরণের একাডেমিক কার্যক্রম আয়োজনের জন্য উচ্ছ্বাস প্রকাশ করেন।

সেমিনারের মূল পর্বে ডঃ রাজু আহমেদ “Lightning Protection System” এর বিভিন্নরকম গঠন ও প্রকারভেদ নিয়ে আলোচনা করেন এবং তড়িৎ প্রকৌশলের নানান উৎসাহজনক বিষয় নিয়ে শিক্ষার্থীদের সামনে চমকপ্রদ তথ্য উপস্থাপন করেন।

সেমিনার শেষে ডঃ রাজু শিক্ষার্থীদের নানাবিধ প্রশ্নের সুন্দর ব্যাখ্যা প্রদান করেন এবং একইসাথে সেমিনার সম্পর্কে তার সন্তুষ্টি ও সেমিনারের আয়োজক এবং বাইউস্ট ইইই বিভাগের ভূয়সী প্রশংসা করেন।

অবশেষে সেমিনারের সভাপতি মোঃ নিয়াজ মোরশেদুল হক তার ধন্যবাদ বক্তৃতার মাধ্যমে প্রোগ্রামটির সমাপ্তি ঘোষণা করেন। তিনি সেমিনারের প্রধান বক্তা, সকল অংশগ্রহণকারী এবং বাইউস্ট কর্তৃপক্ষের প্রতি সেমিনারের সফল আয়োজনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।