বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট) আইন বিভাগ ফুটসাল কমিটির আয়োজনে ” আইন বিভাগ ফুটসাল টুর্নামেন্ট ২০২৪ ইং (দ্বিতীয় আসর) এর পর্দা নামলো আজ বৃহস্পতিবার (৩০ মে)।
আইন বিভাগের চেয়ারম্যান ড. মু. নাঈম আলিমুল হায়দার প্রধান অতিথি এবং আইন বিভাগের সকল শিক্ষকবৃন্দের উপস্থিতিতে টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে
উক্ত টুর্নামেন্ট এর উদ্বোধনী খেলা শুরু হয় ১২ মে। (১২-১৪) মে পর্যন্ত প্রথম পর্বের খেলা হয়। প্রথম পর্বের খেলা শেষ ২য় পর্বের খেলার জন্য নিজেদের অবস্থান ধরে রাখেন গ্রুপ-এ থেকে ৩য় ব্যাচ ও ১০ম ব্যাচ এবং গ্রুপ-বি থেকে ৯ম ব্যাচ ও ৮ম ব্যাচ।
১৫ মে ২য় পর্বের ১ম খেলায় মুখোমুখি হয় ৯ম ব্যাচ এবং ১০ম ব্যাচ। সেই ম্যাচে ৯ম ব্যাচ ৪-১ গোলে বিজয়ী হয়ে জায়গা করে নেয় ফাইনাল স্থানে। একই দিনের ২য় ম্যাচে মুখোমুখি হয় ৩য় ব্যাচ ও ৮ম ব্যাচ। সেই ম্যাচে ২-১ গোলে জয় ছিনিয়ে ফাইনালের জন্য নিজের জায়গা করে নেয় ৩য় ব্যাচ। আজ ৩০ মে ফাইনাল খেলায় মুখোমুখি হয়েছিল ৩য় ও ৯ম ব্যাচ। সেই খেলায় ১৩ মিনিটে ৯ম ব্যাচের উদয় গোল করে তার দলকে এগিয়ে নিয়ে যায়।
হাফ টাইমের খেলা শেষে স্কোর থাকে ৯ম ব্যাচ ১ ও ৩য় ব্যাচ ০। ২য় হাফে ২৭ মিনিটে গোল করে দলকে সমতায় ফিরিয়ে আনেন ৩য় ব্যাচের এমরান। ফাইনাল মিনিটে স্কোর দাঁড়ায় ১-১।
তারপর খেলা গড়িয়ে যায় পেনাল্টিতে। প্রত্যেক দল ৩ টি করে পেনাল্টি করার সুযোগ পায়। ৩য় ব্যাচ থেকে পেনাল্টি করে এমরান,হৃদয় ও ফায়সাল আর ৯ম ব্যাচ থেকে পেনাল্টি করে আহাদ,উদয়,নসিব। ৩য় ব্যাচের গোলরক্ষক থাকে এমরান এবং ৯ম ব্যাচের গোলরক্ষক থাকে সিয়াম। ৩য় ব্যাচ ২-০ গোলে পেনাল্টিতে বিজয়ী হন। গোল করেন এমরান ও হৃদয়।
টুর্নামেন্ট সেরা গোলরক্ষক হন এনাদি (৩য় ব্যাচ)। টুর্নামেন্ট সেরা প্লেয়ার হন এমরান (৩য় ব্যাচ)। ফাইনাল ম্যাচ সেরা প্লেয়ার হন উদয় (৯ম ব্যাচ)।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রত্যেক দলের খেলোয়াড়দের পুরস্কার তুলে দেন আইন বিভাগের চেয়ারম্যান ড. মু. নাঈম আলিমুল হায়দার (প্রধান অতিথি) এবং অন্যান্য শিক্ষকবৃন্দ।
ম্যাচ রেফারি হিসেবে দ্বায়িত্ব পালন করেন তানজিরুল, রাফিদুল এবং জাবেদ। পুরো টুর্নামেন্ট এর কমিটি হিসেবে দ্বায়িত্ব পালন করেন রাফিদুল, ফাহিম,তানজিরুল,রাকিব। সার্বিক সহযোগিতা করেন রাশেদ, ইকরাম মিনহাজ,পুলক, আহাদ, ফারদিন, রিফাত, মুস্তাফিজ, পাপন ও অন্যান্য।
টুর্নামেন্ট স্পনসর হিসেবে থাকেন মিরাজ ভলকানাইজিং শপ, কুমিল্লা খেলা ঘর এবং ইকরা লাইব্রেরি।
তাছাড়া উক্ত টুর্নামেন্টের সার্বিক দিকনির্দেশনার জন্য মেন্টর হিসেবে দায়িত্ব পালন করেন বাইউস্ট আইন বিভাগের প্রভাষক ও প্রোগ্রাম কোর্ডিনেটর মোঃ শামীম আহমেদ।