শুক্রবার ১২ ডিসেম্বর, ২০২৫

বাইউস্ট আইন বিভাগের ল’ ক্লাবের উদ্বোধনী সভা অনুষ্ঠিত

হাবিবা আক্তার, বাইউস্ট প্রতিনিধি

Rising Cumilla - Inaugural meeting of the Law Club of the Bayust Law Department held
বাইউস্ট আইন বিভাগের ল’ ক্লাবের উদ্বোধনী সভা অনুষ্ঠিত/ছবি: বাইউস্টের সৌজন্যে

বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট)-এর আইন বিভাগের ল’ ক্লাবের ২০২৫–২৬ সেশনের কার্যনির্বাহী কমিটির উদ্বোধনী সভা আজ (১০ ডিসেম্বর) সকাল ১১টায় আইন বিভাগের মুট কোর্ট রুমে অনুষ্ঠিত হয়েছে।

নতুন সেশনের সূচনা উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার লে. কর্নেল খন্দকার মাহমুদ হোসেন, এসপিপি, পিএসসি (অব.), যিনি অনুষ্ঠানের সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন।

সভায় সভাপতিত্ব করেন আইন বিভাগের বিভাগীয় প্রধান ও ল’ ক্লাবের উপদেষ্টা ড. মো: নায়ীম আলীমুল হায়দার।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইন বিভাগের সহকারী অধ্যাপক ও ক্লাবের সহ উপদেষ্টা দীপান্বিতা কুন্ডু রুমকী, সহকারী অধ্যাপক তানজিলা তামান্না এবং প্রভাষক মোঃ শামীম আহমেদ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের মুটিং সেক্রেটারি মাসুমা জাহান।

অনুষ্ঠানে রেজিস্ট্রার মহোদয় ল’ ক্লাবের নবনির্বাচিত সদস্যদের উদ্দেশ্যে মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন।

তিনি বলেন, “সকল সদস্যকে সর্বোচ্চ নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। শুধুমাত্র ক্লাবিং কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ না থেকে প্রতিটি পরিকল্পনার পেশাদার ও কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। Outcome-based পদ্ধতিতে ক্লাবের সকল প্রোগ্রাম পরিচালনার মাধ্যমে শিক্ষার্থীদের বাস্তব দক্ষতা, অভিজ্ঞতা ও জ্ঞান অর্জন নিশ্চিত করতে হবে।”

এছাড়া ক্লাবের উপদেষ্টা ড. নাঈম আলিমুল হায়দার ২০২৫–২৬ শিক্ষাবর্ষের পরিকল্পনাগুলো উপস্থাপন করে ক্লাবের দীর্ঘমেয়াদি দিকনির্দেশনা তুলে ধরেন।

তিনি সমন্বিত দলগত কাজ, কার্যকর যোগাযোগ ও দৃঢ় সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করে বলেন, “ক্লাবের Chain of Command কঠোরভাবে অনুসরণ করে দায়িত্ব বণ্টন, সিদ্ধান্ত গ্রহণ ও কাজের প্রবাহে শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত জরুরি। পেশাদারিত্ব, সময়ানুবর্তিতা, নথিবদ্ধকরণ ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই ক্লাবের প্রতিটি কার্যক্রম সফল করা সম্ভব।”

সভা শেষে বাইউস্ট প্লাজায় ফটোসেশন অনুষ্ঠিত হয়। পরবর্তীতে শিক্ষকবৃন্দ ও ক্লাব সদস্যদের যৌথ অংশগ্রহণে মধ্যাহ্নভোজের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।
উদ্বোধনী সভাটি নতুন সেশনের কার্যক্রমে উদ্দীপনা ও দিকনির্দেশনা যোগ করে ল’ ক্লাবকে আরও গতিশীল ও পেশাদার পথে এগিয়ে নেওয়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করে।

আরও পড়ুন