ডিসেম্বর ১২, ২০২৪

বৃহস্পতিবার ১২ ডিসেম্বর, ২০২৪

বাইউস্ট আইকিউএসি কর্তৃক নবনিযুক্ত শিক্ষকদের জন্য ইন্ডাকশন সেশন আয়োজিত

Rising Cumilla - Induction sessions for newly appointed teachers are organized by Bayust IQAC
ছবি: রাইজিং কুমিল্লা

বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট)-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) নবনিযুক্ত ২৫ জন শিক্ষকের জন্য তিন দিনব্যাপী ইন্ডাকশন সেশনের আয়োজন করেছে।

সোমবার (০৯ ডিসেম্বর) সকাল ৯টায় স্প্রিং-২০২৪ এবং ফল-২০২৪ সেশনে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের জন্য এই সেশন বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাইউস্টের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নূর হোসেন, বিএসপি, পিএসসি।

তিনি তাঁর বক্তব্যে উচ্চতর চিন্তন দক্ষতার উপর জোর দেন এবং বিশ্ববিদ্যালয়ের মূলনীতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকার আহ্বান জানান। নবনিযুক্ত শিক্ষকদের বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক মানোন্নয়নের লক্ষ্যে কাজ করার পরামর্শও দেন তিনি।

প্রথম দিনের সেশনগুলো পরিচালনা করেন আইকিউএসি-র পরিচালক অধ্যাপক ড. কমিজ উদ্দিন আহমেদ আলম (ড. কে আহমেদ আলম)। তিনি “ব্লুম’স ট্যাক্সোনমি এবং পেডাগজিতে এর প্রয়োগ” এবং “ওবিই এবং ওবিই কারিকুলাম” শীর্ষক দুটি সেশন নেন। আইকিউএসি-র অতিরিক্ত পরিচালক (ইটিএল) কাজী শাহিদুল ইসলাম “বিএনকিউএফ: চারটি ডোমেইন, নোটেশনাল আওয়ার্স, গ্র্যাজুয়েট অ্যাট্রিবিউটস এবং কোর্স কোড সিস্টেম” এবং “কোর্স ফাইল ও কোর্স আউটলাইন” বিষয়ে দুটি সেশন পরিচালনা করেন।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন আইকিউএসি-র অতিরিক্ত পরিচালক (কিউএ) ও আইন বিভাগের সহকারী অধ্যাপক রেজওয়ানা করিম। বাকি সেশনগুলো আগামী ১১ ও ১৮ ডিসেম্বর ২০২৪ তারিখে বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে।