গত ২৭-২৮ নভেম্বর বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সাইন্স এন্ড টেকনোলজি-র আইন বিভাগ কর্তৃক দুই দিনব্যাপী ২য় অন্ত:বিভাগীয় মুটকোর্ট প্রতিযোগিতা আয়োজিত হয়েছে।
আইন বিভাগের প্রভাষক, তানজিলা তামান্না, কনভেনর ও কো-কনভেনর, রাশপিয়াতুর রাশপি-র তত্ত্বাবধানে সমাপনী অনুষ্ঠানে অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নূর হোসেন, বিএসপি, সিএসসি স্যার।
উপস্থিত ছিলেন আইন বিভাগের প্রধান ড. মো. নাইম আলিমুল হায়দার, প্রধান বিচারক হাবিবুর রহমান, জেলা ও দায়রা জজ, শ্রম আদালত, কুমিল্লা, ব্যারিস্টার কাজী সামান্থা এনাম অতসী, জেলা ও দায়রা জজ আদালত, ঢাকা এবং বিভাগের সম্মানিত শিক্ষকগণ।
এই মুটকোর্ট প্রতিযোগিতায় আইন বিভাগের বিভিন্ন ব্যাচ থেকে মোট ১৪টি দল অংশগ্রহণ করে। এর মধ্যে ১০ম ব্যাচ থেকে ‘ল সিনেট’ এবং ১১ম ব্যাচ থেকে ‘দ্য জাস্টিস লিগ’ এই ২টি দল ফাইনালে উঠে। যার মধ্যে ১১ম ব্যাচের ‘দ্য জাস্টিস লিগ’ টিমটি চ্যাম্পিয়ন ঘোষিত হয়। প্রতিযোগিতার ‘বেস্ট মুটার’ এওয়ার্ড পান ৯ম ব্যাচের শিক্ষার্থী আমজাদ সাদিক, ‘বেস্ট প্রমিজিং লয়ার’ পান ৯ম ব্যাচের আরেকজন শিক্ষার্থী শাহেদ আনওয়ার। এছাড়া প্রতিযোগীতার ‘বেস্ট মেমোরিয়াল এওয়ার্ড’ অর্জন করেন ‘টিম লেক্স ভিনডেক্স’। বিজয়ী দলদের হাতে ট্রফি এবং এওয়ার্ড তুলে দিয়েছেন আইন বিভাগের প্রধান বিচারকগণ।
সমাপনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্য বক্তব্য রাখেন বিভাগীয় প্রধান। তিনি তার বক্তব্যে মুটকোর্ট কম্পিটিশনে অংশগ্রহণের প্রয়োজনীয়তা সম্পর্কে বলেন এবং শিক্ষার্থীদের অনুপ্রেরণা দেন।
অনুষ্ঠানটির বিষর বস্তু ছিলো আইন বিভাগের শিক্ষার্থীদের আইনী দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশ করা এবং একই সাথে আদালতের বাস্তব চিত্র ও অভিজ্ঞতা তুলে ধরা।