নভেম্বর ২৪, ২০২৪

রবিবার ২৪ নভেম্বর, ২০২৪

বাইউস্টে ট্রানস্যাক্টিভ এনার্জি ম্যানেজমেন্ট ইন স্মার্ট গ্রীডস উইথ ব্লকচেইন এন্ড কোয়ান্টাম কম্পিউটিং সেমিনার অনুষ্ঠিত

বাইউস্টে ট্রানস্যাক্টিভ এনার্জি ম্যানেজমেন্ট ইন স্মার্ট গ্রীডস উইথ ব্লকচেইন এন্ড কোয়ান্টাম কম্পিউটিং সেমিনার অনুষ্ঠিত
বাইউস্টে ট্রানস্যাক্টিভ এনার্জি ম্যানেজমেন্ট ইন স্মার্ট গ্রীডস উইথ ব্লকচেইন এন্ড কোয়ান্টাম কম্পিউটিং সেমিনার অনুষ্ঠিত । ছবি: বাইউস্ট প্রতিনিধি

‘বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট), কুমিল্লায় “ট্রানস্যাক্টিভ এনার্জি ম্যানেজমেন্ট ইন স্মার্ট গ্রীডস উইথ ব্লকচেইন এন্ড কোয়ান্টাম কম্পিউটিং” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত।

বুধবার  (২৬ জুন) বাইউস্ট আইইই স্টুডেন্ট ব্রাঞ্চ কর্তৃক আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ হাবিবুল হক, পিএসসি,পিএইচডি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্নেল প্রফেসর মো. মোশাররফ হোসাইন (অব.), রেজিস্ট্রার কর্নেল শেখ মাসুদ আহমেদ, এসপিপি, পিএসসি, এমফিল (অব.), ইইই বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মো. কামরুজ্জামান, এছাড়াও উক্ত সেমিনারে উপস্থিত ছিলেন ইইই বিভাগের শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ।

ইইই বিভাগের সহকারী অধ্যাপক ও আইইই বাইউস্ট স্টুডেন্ট ব্রাঞ্চ এর কাউন্সিলর মো. নিয়াজ মোর্শেদুল হকের সভাপতিত্বে উক্ত সেমিনারে মূল বক্তা ছিলেন ড. মোঃ হাবিব উল্লাহ, সহকারী অধ্যাপক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ, পেনসিলভানিয়া স্টেট ইউনিভার্সিটি হ্যারিসবার্গ, মার্কিন যুক্তরাষ্ট্র।

সেমিনারে সকলকে স্বাগত জানান আইইই বাইউস্ট অরগানাইজিং কমিটির মেম্বার সাকিব আহমেদ বিন জাফর এবং মো:তাসিন ওবায়দুল্লাহ ।

মূল বক্তা তার সেশনে ট্রানস্যাক্টিভ এনার্জি ম্যানেজমেন্ট সিস্টেমে ব্লকচেইন এবং কোয়ান্টাম কম্পিউটিং এর ইন্টিগ্রেশন, তার ভবিষ্যৎ ও গবেষণার বিভিন্ন বিষয় অংশগ্রহনকারিদের উপ্সথাপন করেন। তিনি আরও বলেন,আগত চতুর্থ বিপ্লব এর চ্যালেঞ্জকে ধারণ করে সাহসিকতার সাথে এগিয়ে যেতেই হবে নইলে পিছিয়ে পড়তে হবে।আজকের দুনিয়ায় প্রযুক্তির উন্নয়ন ও এর কার্যকর প্রয়োগের অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ হলো এই জাতীয় তথ্যবহুল ও শিক্ষনীয় সভা- সেমিনার ইত্যাদি।  সেমিনার শেষে তিনি শিক্ষার্থিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং উচ্চশিক্ষার বিষয়ে সবাইকে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন

প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল মোঃ হাবিবুল হক, পিএসসি,পিএইচডি, ভাইস চ্যান্সেলর অফ বাইউস্ট বক্তব্যে এবং একাডেমিক কার্যক্রমের পাশাপাশি এমন উদ্যোগের ভূয়সি প্রশংসা করেন। মূল বক্তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং টোকেন অফ অনার প্রদান করেন

বিশেষ অতিথি মোঃ কামরুজ্জামান (সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, ইইই ) সেমিনারের মূল প্রতিপাদ্যের উপর আলোকপাত করেন এবং আয়োজক ও মূল বক্তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন ।

সবশেষে, মূলবক্তা, অতিথিবৃন্দ অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রী এবং বাইউস্ট কর্তৃপক্ষের প্রতি অভিবাদন ও কৃতজ্ঞতা জ্ঞাপনের মাধ্যমে সেমিনারের সমাপ্তি ঘোষণা করেন সভাপতি আইইই বাইউস্ট স্টুডেন্ট ব্রাঞ্চের কাউন্সিলর মো. নিয়াজ মোর্শেদুল হক(সহকারী অধ্যাপক, ইইই,বাইউস্ট)।

সেমিনারটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের ১১তম ব্যাচের ইইই বিভাগের শিক্ষার্থী তাহিয়া মাহমুদ।