এপ্রিল ২০, ২০২৫

রবিবার ২০ এপ্রিল, ২০২৫

বাইউস্টে টিচিং অ্যাট্রিবিউট, পিয়ার অবজারভেশন টুল ও বিএসি ম্যানুয়াল নিয়ে সেশন অনুষ্ঠিত

Rising Cumilla - Sessions on Teaching Attributes, Peer Observation Tool and BAC Manual were held at Bangladesh Army International University of Science and Technology

বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট)-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) কর্তৃক মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে শিক্ষণ গুণাবলী ও পিয়ার অবজারভেশন টুল এবং বিএসি ম্যানুয়াল (দ্বিতীয় সংস্করণ) এর উপর সেশন অনুষ্ঠিত হয়েছে।

সেশনটি বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এবং এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

উক্ত সেশনে বাইউস্টের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নূর হোসেন, বিএসপি, পিএসসি, রেজিস্ট্রার কর্নেল শেখ মাসুদ আহমেদ, এসপিপি, পিএসসি, এমফিল (অব.), এবং পরীক্ষা নিয়ন্ত্রক লে. কর্নেল শাব্বির আহমেদ সিদ্দিকী (অব.), সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সেশনে “শিক্ষণ গুণাবলী ও পিয়ার অবজারভেশন টুল” বিষয়ে আলোচনা করেন আইকিউএসি-এর পরিচালক অধ্যাপক ড. কে আহমেদ আলম এবং “বিএসি ম্যানুয়াল (দ্বিতীয় সংস্করণ)” নিয়ে আলোচনা করেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক এবং আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক (ইটিএল) কাজী শাহিদুল ইসলাম।

অনুষ্ঠানের শেষাংশে মাননীয় উপাচার্য শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং ফলাফলভিত্তিক শিক্ষাদানের মাধ্যমে একাডেমিক উৎকর্ষ সাধনের গুরুত্ব তুলে ধরেন। তিনি শিক্ষকবৃন্দকে বিশ্ববিদ্যালয়ের মর্যাদা বৃদ্ধিতে পেশাদারী দায়বদ্ধতা রক্ষা করার পরামর্শ দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইন বিভাগের প্রভাষক নাদিয়া ইসলাম নদী।