
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট)-এর আইন বিভাগ কর্তৃক আয়োজিত দিনব্যাপী “রেজিওনাল মুট কোর্ট প্রতিযোগিতা ২০২৫”(Regional Moot Court Competition 2025)” অনুষ্ঠিত হয়েছে।
বাইউস্ট আইন বিভাগ এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ৩০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
এই প্রতিযোগিতার উদ্দ্যেশ্য ছিল আইনের শিক্ষার্থীদের মাঝে আইন সম্পর্কিত দক্ষতা যেমন যুক্তিতর্ক ও গবেষণার মাধ্যমে সাধারণ মানুষের জন্য ন্যায় বিচার চাওয়ার দক্ষতা বৃদ্ধি। বিচারিক আদালতের ব্যবহার বিধি সম্পর্কিত জ্ঞান ও সময়পোযোগী আইন চর্চা আইনের শিক্ষার্থীদের জন্য অপরিহার্য। এই লক্ষ্যে বাইউস্টের আইন বিভাগ প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আঞ্চলিক পাঁচটি বিশ্ববিদ্যালয় ও বাইউস্টের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি সফল প্রতিযোগিতা আয়োজন করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নূর হোসেন, বিএসপি, পিএসসি। বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট এ. এস. এম সায়েম আলী পাঠান, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, বিজ্ঞান ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. রমা ইসলাম এবং সভাপতি ছিলেন আইন বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. মো: নায়ীম আলীমুল হায়দার।







