গতকাল সোমবার (১৮ মার্চ) বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট) এর আইন বিভাগের ছেলেদের হল-১ ও হল-২, মেয়েদের হলে অবস্থানরত আইন বিভাগের শিক্ষার্থী এবং আইন বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
জানা যায়, বাইউস্ট হলে অবস্থানরত শিক্ষার্থী এবং বিভাগীয় শিক্ষকবৃন্দ নিয়ে এমন আয়োজন এই প্রথমবারের মতো করা হয়েছে। উক্ত ইফতার মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ নায়ীম আলীমুল হায়দার, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, আইন বিভাগ, বাইউস্ট। উক্ত ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন হল প্রভোস্ট বিবিএ বিভাগের সহকারী অধ্যাপক রিদওয়ানুল মোস্তফা এবং হলের এসিস্ট্যান্ট প্রভোস্ট ইংরেজি বিভাগের লেকচারার মোহাম্মদ আলমগীর।
তাছাড়া ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু সুফিয়ান মোহাম্মদ তাজ উদ্দীন, সহকারী অধ্যাপক, আইন বিভাগ, বাইউস্ট ; মোসাঃ রেজওয়ানা করিম, সহকারী অধ্যাপক, আইন বিভাগ, বাইউস্ট ; দীপান্বিতা কুন্ডু রুমকী, প্রভাষক, আইন বিভাগ, বাইউস্ট ; শাদাব বিন আশরাফ, প্রোগ্রাম কো-অর্ডিনেটর ও প্রভাষক, আইন বিভাগ, বাইউস্ট ; নাদিয়া ইসলাম নদী, প্রভাষক, আইন বিভাগ, বাইউস্ট।
ইফতার মাহফিলের আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিলেন আইন বিভাগের হলে অবস্থানরত শিক্ষার্থীবৃন্দ। বিশেষ করে ছেলেদের হলের সাবেক এইচআর শাহ এমরান এবং সাবের, শুভ, মেহেদি, সাকিব, নিলয়, আহাদ, রাহাত, আলভি এবং মেয়েদের হলের এইচআর সুরাইয়া।