নভেম্বর ২৪, ২০২৪

রবিবার ২৪ নভেম্বর, ২০২৪

বাইউস্টের আইন বিভাগ কর্তৃক পরিবেশ দিবস উদযাপিত

‘We are generation restoration ‘ বা আমরা প্রজন্ম পুনরূদ্ধার এই প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট) এর আইন বিভাগের শিক্ষার্থীরা নানাবিধ কর্মকান্ড দিয়ে এবছরের পরিবেশ দিবস ২০২৪ উদযাপন করেছে।

আইন বিভাগের সকল শিক্ষক এবং শিক্ষার্থীদের উপস্থিতিতে একটি শোভাযাত্রা দিয়ে শুরু হয় দিবসের উদ্বোধন এবং আইন বিভাগের জন্য চিহ্নিত জমিতে একাধিক বৃক্ষরোপণ করা হয়।

অতঃপর উক্ত অনুষ্ঠানের অতিথি কর্ণেল প্রফেসর মোঃ মোশারফ হোসেন, ট্রেজারার, বাইউস্ট, স্যারের উপস্থিতিতে আইন বিভাগের মুটকোর্ট রুমে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, রচনা উপস্থাপনা, পোস্টার প্রদর্শনী এবং শৈশবের সাতপাতা খেলার উপস্থাপনা করে। পরবর্তীতে অনুষ্ঠানের ও দিবসটির প্রতিপাদ্য নিয়ে আলোচনা করেন বিভাগের পরিবেশ আইনের প্রভাষক নাদিয়া ইসলাম নদী।

আলোচনা সভায় বক্তব্য রাখেন অনুষ্ঠানের অতিথি কর্ণেল প্রফেসর মোঃ মোশারফ হোসেন, ট্রেজারার, বাইউস্ট এবং আইন বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মো: নায়ীম আলীমুল হায়দার।

তিনি দিবসের গুরুত্বারোপ করে বক্তব্য প্রদান করেন এবং এই অনুষ্ঠানের আয়োজন করায় আয়োজনকারী শিক্ষক ও শিক্ষার্থীদের এবং অনুষ্ঠানে উপস্থিত সকল শিক্ষক- শিক্ষার্থীদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

তাছাড়া উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মো: তৌহিদুর রহমান।

উল্লেখ্য যে, পরিবেশ আইনের পাঠ্যক্রম এর অংশ হিসেবে এই আয়োজনের উদ্যোগ নিতে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেন বিভাগের পরিবেশ আইনের শিক্ষক প্রভাষক নাদিয়া ইসলাম নদী এবং তার উদ্যোগে ও সকল শিক্ষকদের সহযোগীতায় অনুষ্ঠানটি তার মহিমা অর্জন করেছে বলে অভিমত প্রকাশ করেন আইন বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক নায়িম আলীমুল হায়দার।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে নিয়োজিত ছিলো আইন বিভাগের ৭ম ব্যাচের পরিবেশ আইনের শিক্ষার্থীরা।