আজ আষাঢ়ের প্রথম দিনে আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো বর্ষাকালের। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্ষার শুরুতেই দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যা আগামী ২২ জুন পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানান, আজ (রোববার) থেকেই বৃষ্টি শুরু হবে এবং পরদিন থেকে এর পরিমাণ বাড়বে। এই টানা বৃষ্টিপাতের কারণে চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি ও কক্সবাজারের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে।
তিনি আরও সতর্ক করে বলেন, বিভিন্ন স্থানে অস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে এবং দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাতের ঘটনা ঘটতে পারে। সম্প্রতি বজ্রপাতে প্রাণহানির সংখ্যা বৃদ্ধির প্রেক্ষাপটে বজ্রধ্বনি শোনা মাত্রই নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
বর্তমানে দেশের ওপর মৌসুমি বায়ু কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় থাকায় কিছু এলাকায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে তাপদাহ নিয়ে অস্বস্তির মধ্যে আজ রোববার থেকে টানা বৃষ্টির আভাস রয়েছে। ঢাকাসহ চারটি জেলা ও পাঁচটি বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। পাশাপাশি কোথাও কোথাও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
গতকাল (শনিবার) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় রংপুরের ডিমলায়। অন্যদিকে, বান্দরবানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.১ ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস।
টানা কয়েকদিনের তীব্র তাপপ্রবাহের পর গতকাল ময়মনসিংহসহ দেশের বেশ কিছু এলাকায় বৃষ্টি হয়েছে। আজ (রোববার) রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।
তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা, নারায়ণগঞ্জ, মাদারীপুর ও কিশোরগঞ্জসহ রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গায় প্রশমিত হতে পারে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC