ভিয়েতনামের হালংবে আগামী ৬ থেকে ৯ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে “২০২৪ এশিয়ান পুলিশ তায়কোয়ানদো চ্যাম্পিয়নশিপ”। ওয়াল্ড পুলিশ তায়কোয়ানদো ফেডারেশনের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই প্রতিযোগিতায় প্রথমবারের মতো বাংলাদেশ থেকে একটি শক্তিশালী দল অংশগ্রহণ করতে যাচ্ছে।
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ও বাংলাদেশ তায়কোয়ানদো ইউনিয়নের যৌথ অর্থায়নে গঠিত এই দলে ৬ জন পুরুষ ও ২ জন নারী খেলোয়াড় প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। পুরুষ খেলোয়াড়দের মধ্যে রয়েছেন মোঃ শুভ মিয়া, আবু জায়েদ খান, প্রিয়ন্তা রয়, সাহাবুল ইসলাম, মোঃ মাহমুদ জামান এবং মোঃ সাইব আহমেদ। নারী খেলোয়াড়দের মধ্যে রয়েছেন মারিন আশরাফী এবং রুফাইদা আনসারিয়া।
দলের নেতৃত্ব ও প্রশিক্ষণ:
এই দলের প্রধান পরিচালক হিসেবে ভিয়েতনামে যাচ্ছেন বিকেএসপির মহাপরিচালক জনাব মোঃ মনিরুল ইসলাম। দলের অন্যান্য কর্মকর্তা ও প্রতিনিধিদের মধ্যে রয়েছেন বাংলাদেশ তায়কোয়ানদো ইউনিয়নের প্রেসিডেন্ট জনাব রেজাউল করিম, ভাইস প্রেসিডেন্ট জনাব বখতিয়ার ও জনাব মোহাম্মদ আব্দুল মান্নান। টিম ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবেন একেএম রফিকুল ইসলাম এবং দলের কোচ হিসেবে যাচ্ছেন বিকেএসপির তায়কোয়ানদো প্রশিক্ষক মোঃ রাশিদুল হাসান। অফিসিয়াল হিসেবে থাকছেন জনাব মোঃ আব্দুল্লাহ আল নোমান সরকার।
মিশন ও ভিশন:
বাংলাদেশ তায়কোয়ানদো ইউনিয়নের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান এবং দলের কোচ মোঃ রাশিদুল হাসান জানান, “আমাদের লক্ষ্য আগামী ১০ বছরের মধ্যে তায়কোয়ানদোতে অলিম্পিয়ান খেলোয়াড় তৈরি করা। এই প্রতিযোগিতা সেই লক্ষ্যে পৌঁছানোর যাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ। আমরা ভিয়েতনামের এই প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করতে আশাবাদী।”
প্রত্যাশা:
এশিয়ান পুলিশ তায়কোয়ানদো চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অংশগ্রহণ শুধু দেশের খেলাধুলার অগ্রগতি নয়, বরং আন্তর্জাতিক পর্যায়ে তায়কোয়ানদো খেলায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত হবে। খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ এই প্রতিযোগিতায় সাফল্যের মুকুট অর্জন করবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ তায়কোয়ানদো ইউনিয়ন ও বিকেএসপির যৌথ প্রচেষ্টায় এই উদ্যোগ বাংলাদেশের তায়কোয়ানদো খেলার উন্নয়নে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে। আন্তর্জাতিক মঞ্চে নিজেদের দক্ষতা প্রমাণ করে বাংলাদেশি খেলোয়াড়রা দেশকে গৌরবময় এক উচ্চতায় নিয়ে যাবে, এমনটাই প্রত্যাশা।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC