বৃহস্পতিবার ২৮ আগস্ট, ২০২৫

বাংলাদেশে মুক্তি পাচ্ছে শাহরুখের ‘ডানকি’, তারিখ ঘোষণা

বিনোদন ডেস্ক

Shah Rukh Khan And Taapsee Pannus on Dunki
শাহরুখ খান ও তাপসি পান্নু। ছবি: সংগৃহীত

শাহরুখের ব্যাপক ভক্ত রয়েছে বাংলাদেশে। ইতোমধ্যে শাহরুখ অভিনীত ‘পাঠান’ ও ‘জওয়ান’ মুক্তি পায় বাংলাদেশে। এবার আসছে তার অভিনীত সিনেমা ‘ডানকি’।

ভারতের সঙ্গে এদিন বাংলাদেশেও ‘ডানকি’ মুক্তি দেওয়ার চেষ্টা করছে সিনেমা আমদানিকারক প্রতিষ্ঠান ‘অ্যাকশন কাট’ ও ‘কিবরিয়া ফিল্মস’।

আজ বুধবার (১৩ ডিসেম্বর) ‘অ্যাকশন কাট’র কর্ণধার অনন্য মামুনের মুম্বাই যাওয়ার কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ‘কিবরিয়া ফিল্মস’র কর্ণধার কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু। তিনি বলেন, যৌথভাবে আমি আর মামুন শাহরুখের এই সিনেমাটি আমদানি করব।

কিবরিয়া লিপু আরও বলেন, এর আগেও আমরা যশরাজ ফিল্মসের সঙ্গে কাজ করেছি। সব ঠিক থাকলে হয়তো আগামী রোববার ‘ডানকি’ সেন্সরে জমা দিতে পারব। সারা বিশ্বের সঙ্গে একই দিনে বাংলাদেশেও সিনেমাটি মুক্তি দিতে চাই আমরা।

আরও পড়ুন