শাহরুখের ব্যাপক ভক্ত রয়েছে বাংলাদেশে। ইতোমধ্যে শাহরুখ অভিনীত ‘পাঠান’ ও ‘জওয়ান’ মুক্তি পায় বাংলাদেশে। এবার আসছে তার অভিনীত সিনেমা ‘ডানকি’।
ভারতের সঙ্গে এদিন বাংলাদেশেও ‘ডানকি’ মুক্তি দেওয়ার চেষ্টা করছে সিনেমা আমদানিকারক প্রতিষ্ঠান ‘অ্যাকশন কাট’ ও ‘কিবরিয়া ফিল্মস’।
আজ বুধবার (১৩ ডিসেম্বর) ‘অ্যাকশন কাট’র কর্ণধার অনন্য মামুনের মুম্বাই যাওয়ার কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ‘কিবরিয়া ফিল্মস’র কর্ণধার কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু। তিনি বলেন, যৌথভাবে আমি আর মামুন শাহরুখের এই সিনেমাটি আমদানি করব।
কিবরিয়া লিপু আরও বলেন, এর আগেও আমরা যশরাজ ফিল্মসের সঙ্গে কাজ করেছি। সব ঠিক থাকলে হয়তো আগামী রোববার ‘ডানকি’ সেন্সরে জমা দিতে পারব। সারা বিশ্বের সঙ্গে একই দিনে বাংলাদেশেও সিনেমাটি মুক্তি দিতে চাই আমরা।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC