মঙ্গলবার ৯ সেপ্টেম্বর, ২০২৫

বাংলাদেশে প্রথম সংস্কার উচ্চারিত হয়েছে বিএনপির হাত ধরে: রুমিন ফারহানা

আতিকুল ইসলাম, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

The first reform in Bangladesh was announced by BNP: Rumin Farhana
বাংলাদেশে প্রথম সংস্কার উচ্চারিত হয়েছে বিএনপির হাত ধরে: রুমিন ফারহানা/ছবি: প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, আওয়ামী লীগের হাতে বিএনপির নেতাকর্মী থেকে শুরু করে তৃণমূলের সমর্থক পর্যন্ত যতটা অত্যাচারিত হয়েছে, আর কোনো দলের মানুষ ততটা নির্যাতিত হয়নি। তাই বিএনপির হাতে যতটা সুষ্ঠু বিচার সম্ভব, অন্য কোনো সরকারের পক্ষে ততটা সম্ভব নয়।

সোমবার (৮ সেপ্টেম্বর) বিকালে সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নে মতবিনিময় সভা ও লাঠিখেলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানের সময়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, সংস্কারের দাবি বাংলাদেশে প্রথম উচ্চারিত হয়েছে বিএনপির হাত ধরে। সর্বপ্রথম ২০১৬ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2.0, 3.0 নামে একটি ডকুমেন্টারি’র মাধ্যমে তাঁর সংস্কার ও ভাবনা তুলে ধরেন। পরবর্তীতে বিএনপির ২৭ দফা ও ৩১ দফা—এসবই সংস্কারের অংশ।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ইতিমধ্যেই কিন্তু একটি নির্বাচনী আমেজ শুরু হয়ে গেছে। নির্বাচনী আমেজ মানেই শুধু জনসভা কিংবা ডোর-টু-ডোর প্রচারণা নয়। নির্বাচনী আমেজ মানে সেখানে আনন্দ থাকবে, উৎসব থাকবে, সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ততা থাকবে। সুতরাং আজকে চুন্টার এই লাঠিখেলা সেই আমেজের একটি অংশ। আশা করছি, নির্বাচনের আগ পর্যন্ত যতটুকু সম্ভব মানুষের সাথে মিশে তাদের সমস্যা জানা, তারা কি চাইছে সেটা বুঝতে চেষ্টা করা এবং নির্বাচনে যদি ইনশাআল্লাহ জয়লাভ করতে পারি তাহলে তাদের জন্য আমি কি করতে পারি সে বিষয়ে ধারণা দেওয়া এভাবেই সময় পার করবো।

ব্যারিস্টার রুমিন ফারহানা আরও বলেন, একটি নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু আছে আমরা আশা করছি, গত ১৫ বছর বাংলাদেশে ভোটের যে কবর রচনা করা হয়েছে সেই সংস্কৃতি থেকে বেরিয়ে এসে একটি নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে নতুন গণতন্ত্রের পথে বাংলাদেশ তার যাত্রা শুরু করবে।

আরও পড়ুন