বাংলাদেশের বর্তমানে মোট জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন। এর মধ্যে পুরুষ ৮ কোটি ৪১ লাখ ৩৪ হাজার ৩ জন এবং নারী ৮ কোটি ৫৬ লাখ ৮৬ হাজার ৭৮৪ জন। অর্থাৎ পুরুষের চেয়ে নারীর সংখ্যা ১৫ লাখ বেশি।
আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) কার্যালয়ে জনশুমারি ও গৃহগণনা প্রকল্পের চূড়ান্ত প্রতিবেদন বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, শতকরা হিসাবে পুরুষ ৪৯ দশমিক ৫৪ শতাংশ ও নারী ৫০ দশমিক ৪৬ শতাংশ। অর্থাৎ পুরুষের চেয়ে নারীর সংখ্যা শূন্য দশমিক ৯২ শতাংশ বেশি।
মোট জনসংখ্যার মধ্যে শহরে বাস করেন ৫ কোটি ৩৭ লাখ এবং গ্রামে বসবাস করেন ১১ কোটি ৬০ লাখ। প্রতি বর্গকিলোমিটারে বাস করেন ১ হাজার ১১৯ জন।
এ ছাড়া মোট জনসংখ্যার ৩৭ দশমিক ২১ শতাংশ কোনো না কোনো কাজে নিয়োজিত। আর কাজ না করা জনগোষ্ঠী ২৯ দশমিক ৩২ শতাংশ, গৃহস্থালি কাজে নিয়োজিত ৩১ দশমিক ৮২ শতাংশ এবং কাজ খুঁজছেন ১ দশমিক ৬৫ শতাংশ।