ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমন্ত্রিত অতিথি হয়ে বাংলাদেশে সফর করেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। গত ২২ জানুয়ারি ঢাকায় পৌঁছানোর পর থেকেই তিনি বাংলাদেশের দর্শকদের উষ্ণ অভ্যর্থনায় অভিভূত।
সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ, গানবাংলা টেলিভিশনের প্রধান কার্যালয়ে অনুরাগীদের সঙ্গে দেখা, জাতীয় জাদুঘরে ‘বিজয়ার পরে’ সিনেমা প্রদর্শন এবং ‘উইমেন ইন সিনেমা’ বিষয়ক কনফারেন্সে যোগদানসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন স্বস্তিকা।
সফরের শেষ দিনে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে স্বস্তিকা বলেন, “এবার এসে বুঝলাম বাংলাদেশের মানুষ আমাকে কলকাতার চেয়ে বেশি ভালোবাসে। ঢাকায় এসে ইলিশ খেয়েছি, গান গেয়েছি, দর্শকদের সঙ্গে কথা বলেছি। সব মিলিয়ে অসাধারণ অভিজ্ঞতা হলো।”
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC