বাংলাদেশ নারী ক্রিকেটের তারকা নাহিদা আক্তার আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পেয়েছেন। গত বছর দারুণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা পেয়েছেন তিনি।
২০২৩ সালের ১১টি ওয়ানডেতে নাহিদা ২০ উইকেট নিয়েছিলেন। যা ছিল বছরের দ্বিতীয় সর্বোচ্চ। এছাড়াও, তিনি ২৮.৯০ গড়ে রান দিয়েছিলেন।
আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে অস্ট্রেলিয়া থেকে পাঁচজন, নিউজিল্যান্ড থেকে দুজন, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড থেকে একজন করে ক্রিকেটার জায়গা পেয়েছেন।
দলে স্থান পেয়েছেন:
ফোবি লিচফিল্ড (অস্ট্রেলিয়া)
চামারি আতাপাত্তু (শ্রীলঙ্কা, অধিনায়ক)
এলিস পেরি (অস্ট্রেলিয়া)
এমেলিয়া কার (নিউজিল্যান্ড)
বেথ মুনি (উইকেট কিপার, অস্ট্রেলিয়া)
ন্যাট শিবার ব্রান্ট (ইংল্যান্ড)
অ্যাশ গার্ডেনার (অস্ট্রেলিয়া)
আনাবেল সাদারল্যান্ড (অস্ট্রেলিয়া)
নাদিন ডি ক্লার্ক ( দক্ষিণ আফ্রিকা)
লি তাহুহু (নিউজিল্যান্ড)
নাহিদা আক্তার (বাংলাদেশ)
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC