আগামী ১ জুন জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। যা হবে দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট সংশ্লিষ্টরা বলছেন।
রোববার (৭ মে) সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব কবিরুল ইজদানী খানের সভাপতিত্বে এ বিষয়ে সিদ্ধান্ত হয়।
অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তাওহিদুল ইসলাম গণমাধ্যমকর্মীদের জানান, বাজেট পেশের প্রস্তুতির অংশ হিসেবে সোমবার (৮ মে) অর্থ বিভাগ প্রাসঙ্গিক দাফতরিক নথির অনুমোদন পেয়েছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ১ জুন সংসদে ২০২৩-২৪ অর্থবছরের জাতীয় বাজেট পেশ করবেন বলে আশা করা হচ্ছে।
গাজী তাওহিদুল ইসলাম আরও বলেন, নথিতে বাজেটের দিনের দায়িত্বগুলোও সংজ্ঞায়িত করা হয়েছে, যাতে প্রত্যেকে তাদের নিজ নিজ কাজ সুষ্ঠুভাবে করতে পারেন।
সূত্র জানায়, ২০২৩-২৪ অর্থবছরের বাজেট হবে প্রায় ৭ দশমিক ৫ লাখ কোটি টাকার। যা হবে বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ বাজেট। চলতি ২০২২-২৩ অর্থবছরের মূল বাজেট ৬ লাখ ৭৮ হাজার কোটি টাকা। পরবর্তী সময়ে যা সংশোধন করে কিছুটা কমানো হয়।
অর্থ মন্ত্রণালয়ের সূত্রমতে, প্রয়াত অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এর আগে ২০১৭-১৮ অর্থবছরের ৪ লাখ ২৬৬ কোটি টাকার বাজেট উপস্থাপন করেছিলেন ১ জুন। ১৯৭৯ সালে ২ জুন ৩ হাজার ৩১৭ কোটি টাকার বাজেট উপস্থাপন করেন সে সময়ের অর্থমন্ত্রী মির্জা নুরুল হুদা।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC