
রাইজিং কুমিল্লা প্রতিবেদক
বাংলাদেশের আকাশে চলতি হিজরি ১৪৪৭ সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।
আজ রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৫টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে রাজধানীর বায়তুল মোকাররম সভাকক্ষে ১৪৪৭ হিজরি সনের রজব মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে একটি সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ধর্ম উপদেষ্টা এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, দেশের বিভিন্ন স্থান থেকে প্রাপ্ত চাঁদ দেখার তথ্য যাচাই-বাছাই শেষে সর্বসম্মতভাবে রজব মাসের চাঁদ দেখা যাওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
উল্লেখ্য, ইসলামে রজব, জিলকদ, জিলহজ ও মহররম—এই চারটি মাসকে বিশেষ মর্যাদাসম্পন্ন বা হারাম মাস হিসেবে গণ্য করা হয়। এসব মাসে যুদ্ধবিগ্রহ নিষিদ্ধ ছিল। আরব সংস্কৃতি অনুযায়ী, এই মাসগুলোতে মানুষ যুদ্ধবিগ্রহ, অন্যায়-অপরাধ থেকে বিরত থাকত এবং বিশ্রাম ও আত্মসংযমের মাধ্যমে সময় অতিবাহিত করত।
পবিত্র রজব মাস মুসলমানদের কাছে বিশেষ তাৎপর্য বহন করে। এই মাসের ২৬ তারিখের রাত মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত মহিমান্বিত। ঐতিহাসিক এই রাতেই মহানবী হযরত মুহাম্মদ (সা.) মেরাজের সফরে সাত আসমান অতিক্রম করে মহান আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন এবং উম্মতের জন্য পাঁচ ওয়াক্ত নামাজের বিধান নিয়ে পৃথিবীতে প্রত্যাবর্তন করেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC