নভেম্বর ১৮, ২০২৪

সোমবার ১৮ নভেম্বর, ২০২৪

বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশে যে বার্তা দিল জাতিসংঘ

The message that the United Nations gave to the law and order forces of Bangladesh
বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশে যে বার্তা দিল জাতিসংঘ। ছবি: সংগৃহীত

বাংলাদেশর বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেছেন সভা-সমাবেশের অধিকারবিষয়ক জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার ক্লেমো ভউল। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক পোস্টে তিনি বাংলাদেশ সরকারের উদ্দেশে বলেছেন, সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য বিরোধী মতের প্রতি শ্রদ্ধাশীল হওয়া জরুরি।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে করা টুইটে হ্যাশট্যাগ বাংলাদেশ লিখে ক্লেমো ভউল এই আহ্বান জানান।

জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার ক্লেমো ভউল বলেন, চলমান বিক্ষোভ সমাবেশে সংঘাত ও গ্রেফতারের মাত্রা বাড়ছে, এ অবস্থায় সব পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানাচ্ছি।

ক্লেমো ভউল আরও লিখেছেন, দায়িত্বশীল সংস্থাগুলোকে বলব তারা যেন সভা-সমাবেশের অধিকার নিশ্চিতে কাজ করে এবং বাড়তি বাহিনী মোতায়েন না করে।

বাংলাদেশের পতাকার একটি চিত্র জুড়ে দিয়ে টুইট করেন জাতিসংঘের এই বিশেষ র‌্যাপোর্টিয়ার।

এদিকে বাংলাদেশে চলমান বিক্ষোভে সহিংসতা নিয়ে ফের উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। দেশটি সহিংসতা ও হামলার ঘটনায় পুঙ্খানুপুঙ্খ-স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত করতে এবং দায়ীদের আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছে।