বৃহস্পতিবার ৮ জানুয়ারি, ২০২৬

বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার জহুরা আক্তারের নারী দলে আসার দাবিটি ভুয়া

বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার জহুরা আক্তারের নারী দলে আসার দাবিটি ভুয়া
বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার জহুরা আক্তারের নারী দলে আসার দাবিটি ভুয়া

“অস্ট্রেলিয়াকে হারাতে নারী দলে আসছে বাংলাদেশি বংশোদ্ভূত নারী ফুটবলার জহুরা আক্তার” শিরোনামে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সংবাদ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। রাইজিং ফ্যাক্টসের পুঙ্খানুপুঙ্খ যাচাইয়ে প্রমাণিত হয়েছে যে, এই দাবিটি সম্পূর্ণ ভুয়া এবং কোনো নির্ভরযোগ্য সংবাদমাধ্যম বা বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এ ধরনের কোনো সংবাদ প্রকাশ করেনি।

এমন কিছু পোস্ট দেখুন এখানে এবং  এখানে

ভাইরাল দাবিটি যাচাই করতে প্রথমে ২০২৬ এএফসি নারী এশিয়ান কাপের অফিশিয়াল ম্যাচ শিডিউল পরীক্ষা করা হয়। দেখা গেছে, গ্রুপ পর্বে বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার কোনো ম্যাচই নেই। বাংলাদেশ গ্রুপ পর্বে তিনটি ম্যাচ খেলবে—প্রথম ম্যাচ চীনের বিপক্ষে, দ্বিতীয় ম্যাচ উত্তর কোরিয়ার বিপক্ষে এবং তৃতীয় ম্যাচ উজবেকিস্তানের বিপক্ষে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অফিশিয়াল ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া পেজগুলো পর্যালোচনা করে দেখা গেছে, জহুরা আক্তার নামে কোনো খেলোয়াড়কে নারী জাতীয় দলে অন্তর্ভুক্ত করার বিষয়ে কোনো ঘোষণা বা বিবৃতি প্রকাশিত হয়নি।

বাংলাদেশের নির্ভরযোগ্য সংবাদমাধ্যম এ বিষয়ে কোনো প্রতিবেদন প্রকাশ করেনি। প্রথম আলো এবং দ্য ডেইলি স্টারে প্রকাশিত এএফসি নারী এশিয়ান কাপ সংক্রান্ত প্রতিবেদনে বাংলাদেশের ম্যাচ শিডিউল এবং প্রতিপক্ষ দলের তথ্য নিশ্চিত করা হয়েছে, তবে সেখানে অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো ম্যাচের কথা উল্লেখ নেই।

রাইজিং ফ্যাক্টস জহুরা আক্তারের সামাজিক যোগাযোগমাধ্যম একাউন্টের মাধ্যমে যোগাযোগের চেষ্টা করেছে, তবে এ বিষয়ে কোনো উত্তর পাওয়া যায়নি। তার সোশ্যাল মিডিয়া প্রোফাইলেও বাংলাদেশ জাতীয় দলে যোগদান সংক্রান্ত কোনো পোস্ট বা ঘোষণা খুঁজে পাওয়া যায়নি।

এএফসি নারী এশিয়ান কাপের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত ম্যাচ ফিক্সচার অনুযায়ী নিশ্চিত হওয়া গেছে যে, বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া ভিন্ন ভিন্ন গ্রুপে রয়েছে। ফলে গ্রুপ পর্বে এই দুই দলের মধ্যে কোনো ম্যাচ হওয়ার সম্ভাবনা নেই।

তথ্যসূত্র:

প্রথম আলো: https://www.prothomalo.com/sports/football/inq026anrr

দ্য ডেইলি স্টার: https://bangla.thedailystar.net/sports/football/news-729216

সুতরাং, “অস্ট্রেলিয়াকে হারাতে নারী দলে আসছে বাংলাদেশি বংশোদ্ভূত নারী ফুটবলার জহুরা আক্তার” শিরোনামে প্রচারিত সংবাদটি সম্পূর্ণ ভিত্তিহীন। তাই, রাইজিং ফ্যাক্টস এই দাবিতে প্রচারিত সংবাদটিকে মিথ্যা এবং বিভ্রান্তিকর হিসেবে চিহ্নিত করছে।

আরও পড়ুন