সোমবার ৪ আগস্ট, ২০২৫

বাংলাদেশিদের জন্য প্রায় দ্বিগুণ হলো ভারতীয় ভিসা আবেদন ফি

ছবি: সংগৃহীত

প্রায় এক বছর ধরে জরুরি চিকিৎসা ছাড়া বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতের ভিসা কার্যক্রম সীমিত থাকলেও, এবার ভিসা প্রসেসিং ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক), বাংলাদেশ-এর ওয়েবসাইটের বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন এই ফি কার্যকর হবে আগামী ৮ আগস্ট থেকে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে ভিসা প্রক্রিয়াকরণের পরিচালন ব্যয় বেড়ে যাওয়ায় এই ফি বাড়ানো হয়েছে। এটি কোনো ভিসা ফি নয়, বরং একটি সার্ভিস চার্জ। অর্থাৎ, বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে কোনো ‘ভিসা ফি’ নেওয়া হবে না, শুধুমাত্র প্রসেসিং চার্জ হিসেবে এই বর্ধিত ১৫০০ টাকা পরিশোধ করতে হবে। এর আগে ২০১৮ সালে সর্বশেষ ভিসা প্রসেসিং ফি সংশোধন করা হয়েছিল।

বর্তমানে, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনার আইভ্যাকে সীমিত সংখ্যক জরুরি চিকিৎসা এবং অন্যান্য জরুরি ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট স্লট চালু আছে। এছাড়া, বাংলাদেশি শিক্ষার্থী ও কর্মীরা যারা ভারত হয়ে অন্য কোনো দেশে যেতে চান, তাদের জন্যও সেবা দেওয়া হচ্ছে। তবে এ ক্ষেত্রে তাদের আগে থেকে সেই বিদেশি দূতাবাসে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আবশ্যক।

আরও পড়ুন