বৃহস্পতিবার ২৩ অক্টোবর, ২০২৫

বহু আগে থেকেই কুমিল্লাকে বিভাগের মর্যাদা দিয়েই সাংগঠনিক কাজ করছে বিএনপি: রিজভী

নিজস্ব প্রতিবেদক

বহু আগে থেকেই কুমিল্লাকে বিভাগের মর্যাদা দিয়েই সাংগঠনিক কাজ করছে বিএনপি: রিজভী/ছবি: বিএনপির সৌজন্যে

কুমিল্লা বিভাগ প্রসঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আমরা বহু আগে থেকেই কুমিল্লাকে বিভাগের মর্যাদা দিয়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছি।

তিনি বলেন, “বাকিটা সময়মতো সবকিছুর প্রতিফলন দেখবেন।”

সোমবার (২০ অক্টোবর) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ফুলমুড়ী গ্রামে দৃষ্টিহীন জাহাঙ্গীর আলমের বাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

জানা গেছে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রুহুল কবির রিজভী ওই দৃষ্টিহীন পরিবারের পাশে দাঁড়ান।

মনোনয়ন প্রক্রিয়া নিয়ে কথা বলতে গিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী উল্লেখ করেন, এলাকায় সর্বোচ্চ গ্রহণযোগ্য এবং জনপ্রিয় প্রার্থীরাই বিএনপির মনোনয়ন পাবেন। তিনি জানান, একই আসনে তাদের অনেক প্রার্থী থাকতে পারে, তবে সেগুলোকে বিচার বিশ্লেষণ করা হচ্ছে।

রিজভী বলেন, “আমরা খোঁজখবর নিচ্ছি জনগণের কাছে কার অবস্থান ভালো। এলাকায় কে বেশি জনপ্রিয় সেই খোঁজখবর আমরা নিচ্ছি। এজন্য তৃণমূল থেকে শুরু করে অনেকের সঙ্গে কথা বলা হচ্ছে। সিনিয়র নেতারা যার যার দায়িত্ব পালন করছেন।”

তিনি আরও বলেন, “আমরা এমন রাজনৈতিক দল নই যে আগে থেকেই একজনের নাম সেভ করে রাখলাম। আমাদের দলে একই ধরনের একই মাপের অনেক নেতা থাকতে পারে। তাদের মধ্যে যে উপযুক্ত এবং বেস্ট প্রার্থী তাকেই আমরা বেছে নিব। সেই বেস্ট প্রার্থী খোঁজার জন্য তো একটু সময় নিতে হয়।”

অন্য দলের সমালোচনা করে রিজভী বলেন, “অনেকের একাধিক প্রার্থী নাই বলেই তারা একক প্রার্থী ঘোষণা করে দেয়। অনেক দলে একক প্রার্থী ঘোষণা করে দেয়- এর বাইরে কেউ প্রার্থী হতে পারে না এটা একটা ফ্যাসিস্ট সিস্টেম। ওই সব দলে মতপ্রকাশের স্বাধীনতা নেই।”

দলের প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়া সম্পর্কে রিজভী জানান, “এখনো তফশিল ঘোষণা করা হয়নি। তফশিল ঘোষণার পর আমরা প্রার্থী চূড়ান্ত করব। আমরা এই প্রক্রিয়ায় কাজ করতেছি। মোক্ষম একটা সময়ে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে- কে হচ্ছেন কোন আসনের প্রার্থী।”

এসময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র সদ্য সাবেক আহ্বায়ক হাজী আমিন-উর-রশিদ ইয়াছিন, বিএনপি’র কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র আহবায়ক মো. আক্তারুজ্জামান সরকার, কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র সদস্য সচিব এ.এফ.এম তারেক মুন্সি, চান্দিনা বিএনপি’র সভাপতি আতিকুল আলম শাওন, চৌদ্দগ্রাম বিএনপি’র সভাপতি কামরুল হুদা-সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতা-কর্মীরা।

আরও পড়ুন