গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) টাংগাইল জেলা ছাত্র কল্যাণ সমিতির ২০২৩-২৪ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে অর্থনীতি বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী মোঃ মাহমুদুল হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে লোক প্রশাসন বিভাগের একই বর্ষের শিক্ষার্থী তানভীর হাসান বিজয়কে মনোনীত করা হয়েছে।
১৯ সেপ্টেম্বর, মঙ্গলবার উপদেষ্টা মন্ডলী ও সাবেক সভাপতি-সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স ইন্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক শিহাব আহমেদ, ফুড ইন্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মোঃ মোমিন খান, আরো আছেন অতিরিক্ত পুলিশ সুপার, গোপালগঞ্জ, মোঃ লুৎফুন কবির চন্দন এবং শেখ জুবায়ের আহম্মেদ।
ছাত্র উপদেষ্টা হিসেবে রয়েছেন সাদ্দাম হোসেন, পবিত্র পাল, গোলাম কিবরিয়া, সানোয়ার হোসেন, মহসীন ইসলাম রাকিব ও নিলয় পাল দীপ্ত।
কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন রিফাত আহমেদ বিন্তী, হাসিবুল হাসান বুলবুল সহ রায়েদ রহমান এবং মুশফিকুর হৃদয়।
এছাড়াও কমিটিতে অন্যান্যরা হলেন- সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক অজয় রাজবংশী, আব্দুল্লাহ আল আবুল খায়ের এবং মোঃ রবিন রনি। প্রচার সম্পাদক হিসেবে আছেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মেহেদী হাসান রাসেল।
দপ্তর সম্পাদক রাকিবুল হাসান রবিন, সহদপ্তর সম্পাদক অপূর্ব আহম্মেদ ধ্রুব, অর্থবিষয়ক সম্পাদক রবিন এবং সহ অর্থবিষয়ক সম্পাদক মেহেদী হাসান আকাশ। বিজ্ঞান ও তথ্য বিষয়ক সম্পাদক আলবিন আর নাহিদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক ইউসুফ হোসেন লিংকন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম শাকিল, ধর্মবিষয়ক সম্পাদক রুবেল মিয়া।
নবনির্বাচিত সভাপতি মাহ্ মুদুল হাসান ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,‘সবার সহযোগিতায় সামনে এই কমিটিকে দৃঢ়ভাবে এগিয়ে নিয়ে যেতে চাই এবং সকলের সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করছি।’
সাধারণ সম্পাদক তানভীর হাসান বলেন, "আমাদের প্রধান উদ্দেশ্যে এখন সবাইকে সাথে নিয়ে থেমে থাকা সংগঠনের গতি ফিরিয়ে আনা"।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC