
বাংলা সিনেমার রুপালি পর্দা থেকে শুরু করে বলিউডের সফলতম অভিনেত্রী বিদ্যা বালান তাঁর অভিনয় জীবনের প্রতিটি ধাপেই যেন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়িয়েছেন। তাঁর এই দুরন্ত যাত্রাপথে প্রতিটি পর্বই লিখছে নতুন ইতিহাস। এবার বলিউডের সীমানা পেরিয়ে দক্ষিণ ভারতীয় সিনেমায় পূর্ণাঙ্গ অভিষেকের প্রস্তুতি নিচ্ছেন জনপ্রিয় এই অভিনেত্রী। ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রিতে ক্রমশ জোরালো হচ্ছে এমনই গুঞ্জন।
২০০৩ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী গল্প ‘নষ্টনীড়’ অবলম্বনে নির্মিত গৌতম হালদারের ‘ভালো থেকো’ চলচ্চিত্রের মাধ্যমে রুপালি পর্দায় আত্মপ্রকাশ করেন অভিনেত্রী বিদ্যা বালান। এই ছবিটি কেবল তাঁর প্রথম চলচ্চিত্রই নয়; বরং অভিনয় জগতের প্রতি তাঁর গভীর অনুরাগ ও দায়বদ্ধতারও স্বাক্ষর বহন করে। বাংলার সিনেমাপ্রেমী দর্শকদের হৃদয়ে জায়গা করে নিলেও, জাতীয় পর্যায়ে তখনও তাঁর প্রতিভার আলো ছড়ায়নি। বাংলা ভাষা ও বাঙালির প্রতি তাঁর অগাধ ভালোবাসার কথা তিনি বহুবার স্বীকার করেছেন।
২০০৫ সালে পূজা বত্রী পরিচালিত ‘পরিণীতা’ চলচ্চিত্রের মাধ্যমে বিদ্যা বলিউডে প্রবেশ করেন। ললিতা চরিত্রে তাঁর মর্মস্পর্শী অভিনয় শুধু সমালোচকদেরই নয়, সাধারণ দর্শকদেরও সমানভাবে মুগ্ধ করেছিল। এই সিনেমাটি তাঁকে রাতারাতি ‘কমপ্লিট প্যাকেজ’ হিসেবে প্রতিষ্ঠিত করে। যেখানে সৌন্দর্যের পাশাপাশি অভিনয়ের গভীরতা এক অনন্য মাত্রা যোগ করেছিল। ‘পরিণীতা’ তাঁকে ধাপে ধাপে উঠে আসা তারকা নয়; বরং একেবারে প্রথম সারির অভিনেত্রীদের কাতারে তুলে আনে।
এবার ভারতীয় বেশ কয়েকটি গণমাধ্যমের সূত্র মতে, তামিল ছবি ‘জেলার ২’ তে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বিদ্যাকে। কেরালার মেয়ে হয়েও এতদিন দক্ষিণ ভারতীয় সিনেমায় নিয়মিত অভিনয় না করাটাই ছিল বিস্ময়ের বিষয়। যদিও ২০১৯ সালে তিনি ‘নেরকোণ্ডা পারবাই’ ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন, কিন্তু ‘জেলার ২’ দিয়েই মূলত দক্ষিণী বিনোদন জগতে তাঁর পূর্ণাঙ্গ অভিষেক ঘটতে চলেছে।
গুরুত্বপূর্ণ চরিত্র ও কাস্টিং: মিঠুন চক্রবর্তীর বড় মেয়ের চরিত্রে অভিনয় করবেন বিদ্যা। ছবিতে খলনায়কের ভূমিকায় থাকবেন স্বয়ং মিঠুন চক্রবর্তী। নেলসন দিলীপ কুমারের পরিচালনায় এই ছবিতে সুপারস্টার রজনীকান্তও রয়েছেন।
তবে রজনীকান্তের বিপরীতে বিদ্যাকে দেখা যাবে কিনা, তা এখনও নিশ্চিত নয়। বর্তমানে চেন্নাইতে চলছে ছবির শুটিং, যার পরবর্তী অংশের চিত্রায়ন হবে গোয়ায়।
সম্প্রতি দীপাবলিতে শুভেচ্ছা জানাতে গিয়ে ছবির টিম শুটিং ফ্লোরের একটি নেপথ্য দৃশ্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে, যা তুমুল ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায় অ্যাকশন দৃশ্যের কিছু ঝলকানি, যা দর্শকদের আগ্রহ বহুগুণ বাড়িয়ে দিয়েছে। আগামী বছরের জানুয়ারিতে শুরু হবে পোস্ট প্রোডাকশনের কাজ।
সব ঠিক থাকলে ২০২৬ সালের ১২ জুন বড় পর্দায় মুক্তি পাবে এই বহু প্রতীক্ষিত ছবিটি। বিদ্যা বালানের এই দক্ষিণ যাত্রা তাঁর নিজের মাটির সিনেমায় ফিরে আসার মতোই। এবার দেখা যাক এই অভিষেক কেরালার মেয়ের জীবনে নতুন এক বিদ্যা বালানের জন্ম দেয় কিনা!
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC