ছোট পর্দা থেকে শুরু করে টেলিভিশন এবং এখন ওটিটি প্ল্যাটফর্ম - সীমিত সময়েই নিজের অভিনয় দক্ষতা দিয়ে ইন্ডাস্ট্রিতে দারুণ জায়গা করে নিয়েছেন টলিউড অভিনেত্রী ঊষসী রায়।
সম্প্রতি জানা গেছে, বলিউড তারকা কার্তিক আরিয়ানের সঙ্গে অভিনয়ের সুযোগ এসেছিল ঊষসীর। 'ভুলভুলাইয়া ৩' ছবিতে একটি চরিত্রের জন্য তাকে ডাকা হয়েছিল। কিন্তু অভিনেত্রী সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।
আনন্দবাজার অনলাইনকে দেওয়া সাক্ষাৎকারে ঊষসী বলেন, "কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবরার এজেন্সির তরফে যোগাযোগ করা হয়েছিল। 'ভুলভুলাইয়া ৩' ছবিতে একটি চরিত্রের জন্য। প্রথমেই জানিয়ে দিয়েছিলেন ওঁরা, ছোট চরিত্র। সাংঘাতিক কিছু নয়। কার্তিকের সঙ্গে মাত্র দু'টি দৃশ্য ছিল। আর পুরো চিত্রনাট্য জুড়ে ওই চরিত্রের বিশেষ গুরুত্ব ছিল না। তাই না করে দিয়েছিলাম। এত ছোট চরিত্র কেন করতে যাব! তা-ও আবার কোনও গুরুত্ব নেই গল্পে।"
ঊষসীর মনে হয়েছিল বলিউডের হাতছানিতে আবেগতাড়িত না হয়ে ঠান্ডা মাথায় সব দিক বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়াই সমীচীন। আরও ভাল চরিত্রের জন্য অপেক্ষা করতে প্রস্তুত তিনি।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC