বর্ষাকালে চুল নিয়ে ভোগান্তি যেন পিছু ছাড়তেই চায় না। স্যাঁতসেঁতে আবহাওয়া, অতিরিক্ত আর্দ্রতা আর মাথার ত্বকের তৈলাক্ততা — সব মিলিয়ে চুল পড়ার সমস্যা, খুশকি আর রুক্ষতা বেড়ে যায় কয়েক গুণ। এমনকি ফাঙ্গাল ইনফেকশনের ঝুঁকিও বাড়ে এই সময়ে। তবে চিন্তা নেই! বর্ষায় চুলের সব সমস্যা দূর করতে দুটি সহজলভ্য পাতা দারুণ কার্যকরী।
চলুন জেনে নেওয়া যাক, কোন দুটি পাতা আপনার চুলের জন্য আশীর্বাদ হতে পারে।
চুলের যত্নে নিমপাতা এক অসাধারণ ভেষজ। এর অ্যান্টি-ফাঙ্গাল এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণাগুণ মাথার ত্বকের চুলকানি, খুশকি এবং বিভিন্ন সংক্রমণ কমাতে সাহায্য করে। একই সঙ্গে এটি চুলের বৃদ্ধিতে সহায়ক এবং চুল পড়া কমাতেও কার্যকর। নিমের পুষ্টিগুণ স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়ায়, যা নতুন চুল গজাতেও সাহায্য করে।
কীভাবে ব্যবহার করবেন?
গ্রিন টি শুধু পানীয় হিসেবেই নয়, চুলের যত্নেও এর জুড়ি মেলা ভার। গ্রিন টিতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট এবং ভিটামিন ই চুল পড়া কমাতে অত্যন্ত কার্যকর। এটি ফ্রি-র্যাডিকেলের বিরুদ্ধে লড়াই করে চুলের অকালপক্কতা রোধ করে এবং নতুন চুল গজাতেও সাহায্য করে।
কীভাবে ব্যবহার করবেন?
সূত্র : এই সময়
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC