সোমবার ১৪ জুলাই, ২০২৫

বর্ষায় চুলের যত্ন, কমবে চুল পড়া!

RisingCumilla. com - rain
প্রতীকি ছবি/রাইজিং কুমিল্লা

বর্ষাকালে চুল নিয়ে ভোগান্তি যেন পিছু ছাড়তেই চায় না। স্যাঁতসেঁতে আবহাওয়া, অতিরিক্ত আর্দ্রতা আর মাথার ত্বকের তৈলাক্ততা — সব মিলিয়ে চুল পড়ার সমস্যা, খুশকি আর রুক্ষতা বেড়ে যায় কয়েক গুণ। এমনকি ফাঙ্গাল ইনফেকশনের ঝুঁকিও বাড়ে এই সময়ে। তবে চিন্তা নেই! বর্ষায় চুলের সব সমস্যা দূর করতে দুটি সহজলভ্য পাতা দারুণ কার্যকরী।

চলুন জেনে নেওয়া যাক, কোন দুটি পাতা আপনার চুলের জন্য আশীর্বাদ হতে পারে।

১. নিমপাতা: অ্যান্টি-ফাঙ্গাল গুণে ভরপুর

চুলের যত্নে নিমপাতা এক অসাধারণ ভেষজ। এর অ্যান্টি-ফাঙ্গাল এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণাগুণ মাথার ত্বকের চুলকানি, খুশকি এবং বিভিন্ন সংক্রমণ কমাতে সাহায্য করে। একই সঙ্গে এটি চুলের বৃদ্ধিতে সহায়ক এবং চুল পড়া কমাতেও কার্যকর। নিমের পুষ্টিগুণ স্ক্যাল্পে রক্ত ​​সঞ্চালন বাড়ায়, যা নতুন চুল গজাতেও সাহায্য করে।

কীভাবে ব্যবহার করবেন?

  • নিম তেল: আপনার পছন্দের যেকোনো হেয়ার অয়েলের সঙ্গে কয়েক ফোঁটা নিম তেল মিশিয়ে মাথার ত্বক ও চুলে ভালো করে মালিশ করুন।
  • নিম স্প্রে: পর্যাপ্ত পানিতে এক মুঠো নিমপাতা ফুটিয়ে নিন। মিশ্রণটি ঠান্ডা হলে একটি স্প্রে বোতলে ভরে চুল ও মাথার ত্বকে স্প্রে করুন।
  • নিম প্যাক: এক মুঠো নিমপাতা টক দইয়ের সঙ্গে বেটে একটি মসৃণ পেস্ট তৈরি করুন। এই প্যাকটি মাথার ত্বক ও চুলে লাগিয়ে ২০-৩০ মিনিট রেখে দিন। এরপর হালকা শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।

২. গ্রিন টি: অ্যান্টি-অক্সিডেন্টের শক্তি

গ্রিন টি শুধু পানীয় হিসেবেই নয়, চুলের যত্নেও এর জুড়ি মেলা ভার। গ্রিন টিতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট এবং ভিটামিন ই চুল পড়া কমাতে অত্যন্ত কার্যকর। এটি ফ্রি-র‍্যাডিকেলের বিরুদ্ধে লড়াই করে চুলের অকালপক্কতা রোধ করে এবং নতুন চুল গজাতেও সাহায্য করে।

কীভাবে ব্যবহার করবেন?

  • গ্রিন টি রিন্স: চুলের দৈর্ঘ্য অনুযায়ী পরিমাণমতো পানি নিন এবং তাতে কয়েক চামচ গ্রিন টি পাতা দিয়ে ফুটিয়ে নিন। চা ছেঁকে ঠান্ডা করে নিন। শ্যাম্পু করার পর এই গ্রিন টি ফোটানো পানি দিয়ে মাথা ধুয়ে নিন এবং আঙুল দিয়ে মাথার ত্বকে হালকাভাবে মালিশ করুন। ১৫ মিনিট অপেক্ষা করার পর পরিষ্কার পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন।
  • হেয়ার মাস্কে ব্যবহার: আপনার নিয়মিত হেয়ার মাস্কের সঙ্গে গ্রিন টি ফোটানো পানি মিশিয়েও ব্যবহার করতে পারেন।

সূত্র : এই সময়

আরও পড়ুন