এপ্রিল ১৬, ২০২৫

বুধবার ১৬ এপ্রিল, ২০২৫

বর্ণাঢ্য আয়োজনে ব্রাহ্মণপাড়ায় বর্ষবরণ

বর্ণাঢ্য আয়োজনে ব্রাহ্মণপাড়ায় বর্ষবরণ
বর্ণাঢ্য আয়োজনে ব্রাহ্মণপাড়ায় বর্ষবরণ/ছবি: প্রতিনিধি

নানা কর্মসূচির মধ্য দিয়ে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় পালন করা হচ্ছে বাংলা নববর্ষ।

উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে নববর্ষ পালনের কর্মসূচি শুরু হয়। পরে ‘এসো হে বৈশাখ’ এসো এসো” গান গেয়ে পহেলা বৈশাখকে বরণ করে নেওয়া হয়। এরপর অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

পরে সকলের অংশগ্রহণে বের করা হয় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়।

উপজেলা পরিষদ প্রাঙ্গণে ৩টি স্টলে গ্রাম বাংলার বিভিন্ন ঐতিহ্য তুলে ধরা হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ইদ্রিস মিয়া মাষ্টার ও হাজী নুুরুল ইসলাম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাসুদ রানা, মৎস্য কর্মকর্তা রাগিব হাছান, যুব উন্নয়ন কর্মকর্তা মো. গোলাম আজম, শিক্ষা কর্মকর্তা মুহম্মদ শহীদুল করিম, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াছমীনসহ বিভিন্ন দপ্তরের, সুশীল সমাজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা।